Devi Shetty Cardiac Surgeon: পৃথিবী সেরা হার্টের ডাক্তার, কলকাতাতেও এবার করছেন হাসপাতাল! ডঃ দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট পাবেন কীভাবে? খুব সহজ কিন্তু! জানুন

Last Updated:
Devi Shetty Cardiac Surgeon: তাবড় সেলেবদের চিকিৎসা করা পদ্মভূষণ প্রাপক সেই ড: দেবী শেঠির অ্যাপয়ন্টমেন্ট পেতে মুখিয়ে থাকেন সকলেই।
1/7
তিনি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ শেঠি। বিশ্বের অন্যতম সেরা হৃদরোগ চিকিৎসাকেন্দ্র ব্যাঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা। এবার কলকাতাতেও তিনি বানাতে চলেছেন হাসপাতাল। বৃহস্পতিবার নিউটাউনে সেই হাসপাতালেরই শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ শেঠি। বিশ্বের অন্যতম সেরা হৃদরোগ চিকিৎসাকেন্দ্র ব্যাঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা। এবার কলকাতাতেও তিনি বানাতে চলেছেন হাসপাতাল। বৃহস্পতিবার নিউটাউনে সেই হাসপাতালেরই শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/7
তাবড় সেলেবদের চিকিৎসা করা পদ্মভূষণ প্রাপক সেই ড: দেবী শেঠির অ্যাপয়ন্টমেন্ট পেতে মুখিয়ে থাকেন সকলেই। জানেন কীভাবে পেতে পারেন বিখ্যাত এই হৃদরোগ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট?
তাবড় সেলেবদের চিকিৎসা করা পদ্মভূষণ প্রাপক সেই ড: দেবী শেঠির অ্যাপয়ন্টমেন্ট পেতে মুখিয়ে থাকেন সকলেই। জানেন কীভাবে পেতে পারেন বিখ্যাত এই হৃদরোগ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট?
advertisement
3/7
ন্যূনতম খরচে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ড: দেবী শেঠিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। রোগীদের কাছে এই হৃদরোগ বিশেষজ্ঞ কার্যত 'ম্যাজিশিয়ান' বলে পরিচিত। ফলে ড: দেবী শেঠিকে ভগবান বলেই মনে করেন রোগীরা। একবার তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেলে জটিল থেকে জটিলতর সমস্যা মিটে যাবে বলেই বিশ্বাস করেন রোগীরা। অনেকেই চান তাঁর থেকে চিকিৎসা করাতে।
ন্যূনতম খরচে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ড: দেবী শেঠিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। রোগীদের কাছে এই হৃদরোগ বিশেষজ্ঞ কার্যত 'ম্যাজিশিয়ান' বলে পরিচিত। ফলে ড: দেবী শেঠিকে ভগবান বলেই মনে করেন রোগীরা। একবার তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেলে জটিল থেকে জটিলতর সমস্যা মিটে যাবে বলেই বিশ্বাস করেন রোগীরা। অনেকেই চান তাঁর থেকে চিকিৎসা করাতে।
advertisement
4/7
কী ভাবে পাবেন দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট? কারওই অজানা নয়, ড: দেবী শেঠি নায়ারণা হেলথের চেয়ারম্যান। তাঁর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যায় এই সংস্থার ওয়েবসাইটে। narayanahealth.org-তে গিয়ে https://internationalpatientcare.narayanahealth.org/enquire-about-appointment-dr-devi-prasad-shetty বিভাগে ক্লিক করতে হবে।
কী ভাবে পাবেন দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট? কারওই অজানা নয়, ড: দেবী শেঠি নায়ারণা হেলথের চেয়ারম্যান। তাঁর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যায় এই সংস্থার ওয়েবসাইটে। narayanahealth.org-তে গিয়ে https://internationalpatientcare.narayanahealth.org/enquire-about-appointment-dr-devi-prasad-shetty বিভাগে ক্লিক করতে হবে।
advertisement
5/7
ড: দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রশ্নের জন্য info.international@nhhospitals.org-এই ইমেল আইডিতে মেল করা যাবে। এ ছাড়াও ভিডিও কনসাল্টেশনের মাধ্যমেও দেবী শেঠির থেকে পরামর্শ পাওয়া যায়। তার জন্য https://narayana.health/ocaapp/video-consult/doctors/specialty/cardiacsciences সাইটটিতে লগ ইন করতে হবে। পাশাপাশি, Narayana health-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেবী প্রসাদ শেঠির অ্যাপয়েন্টমেন্টের জন্য Enquire now বলে একটি অপশন পাবেন। সেখানে নিজের নাম, ইমেল, মোবাইল নম্বর, কোন শহরের বাসিন্দা এবং কোন হাসপাতালে দেখাতে চান এই যাবতীয় তথ্য দিয়ে Submit অপশনে ক্লিক করলেই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
ড: দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রশ্নের জন্য info.international@nhhospitals.org-এই ইমেল আইডিতে মেল করা যাবে। এ ছাড়াও ভিডিও কনসাল্টেশনের মাধ্যমেও দেবী শেঠির থেকে পরামর্শ পাওয়া যায়। তার জন্য https://narayana.health/ocaapp/video-consult/doctors/specialty/cardiacsciences সাইটটিতে লগ ইন করতে হবে। পাশাপাশি, Narayana health-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেবী প্রসাদ শেঠির অ্যাপয়েন্টমেন্টের জন্য Enquire now বলে একটি অপশন পাবেন। সেখানে নিজের নাম, ইমেল, মোবাইল নম্বর, কোন শহরের বাসিন্দা এবং কোন হাসপাতালে দেখাতে চান এই যাবতীয় তথ্য দিয়ে Submit অপশনে ক্লিক করলেই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
advertisement
6/7
অন্যদিকে, সরাসরি ড: দেবী শেঠির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে প্রথম নারায়ণা হেলথের আওতায় থাকা হাসপাতালগুলির যে কোনও একজন কার্ডিওলজিস্টকে দেখাতে হবে। যে কোনও শহরের নারায়ণা হাসপাতাল থেকেই কার্ডিওলজিস্ট দেখানো যাবে। তাঁর পরামর্শ অনুযায়ী এরপর ড: দেবী শেঠির সঙ্গে কনসাল্ট করা যেতে পারে।
অন্যদিকে, সরাসরি ড: দেবী শেঠির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে প্রথম নারায়ণা হেলথের আওতায় থাকা হাসপাতালগুলির যে কোনও একজন কার্ডিওলজিস্টকে দেখাতে হবে। যে কোনও শহরের নারায়ণা হাসপাতাল থেকেই কার্ডিওলজিস্ট দেখানো যাবে। তাঁর পরামর্শ অনুযায়ী এরপর ড: দেবী শেঠির সঙ্গে কনসাল্ট করা যেতে পারে।
advertisement
7/7
সে ক্ষেত্রে শারীরিক পরিস্থিতি এবং মেডিক্যাল হিস্ট্রি দেখে তবেই সেই রোগীকে ড: দেবী শেঠির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় একটি বিশেষজ্ঞ টিম। ভিন্ন শহর থেকে ড: দেবী প্রসাদ শেঠির ভিডিও কনসাল্টেশনের অপশনও থাকে।
সে ক্ষেত্রে শারীরিক পরিস্থিতি এবং মেডিক্যাল হিস্ট্রি দেখে তবেই সেই রোগীকে ড: দেবী শেঠির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় একটি বিশেষজ্ঞ টিম। ভিন্ন শহর থেকে ড: দেবী প্রসাদ শেঠির ভিডিও কনসাল্টেশনের অপশনও থাকে।
advertisement
advertisement
advertisement