দেশের প্রতি শ্রদ্ধা ভালবাসা জানিয়ে অনেকেই অনেক কিছু তৈরি করেন। ঠিক সেই রকমই দেশের প্রতি ভালবাসা, শ্রদ্ধা জানিয়ে 0.1 সেন্টিমিটার টুথপিকের উপরে ভারতের পতাকা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত সদ্য স্নাতক পাস করা ছাত্র অভিষেক মোদক।
আরও পড়ুনঃ রাজনীতি থেকে শিক্ষকতা! অবসরেও থেমে নেই, প্রাক্তন প্রধান শিক্ষকের ‘গুন’ মুগ্ধ করবে আপনাকে
advertisement
অভিষেক জানান, ছোট থেকেই আঁকার প্রতি একটা নেশা ছিল তাঁর। ২০২০ সালে তাঁর ইচ্ছা হয় মাইক্রো আর্টের উপর কিছু একটা করার। তখন থেকেই শুরু এই যাত্রা। ওই বছরই চানা ডালের উপরে মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে শিবলিঙ্গ তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম লেখান। সেখান থেকে একটি মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয় অভিষেককে।
আরও পড়ুনঃ শিশুদের আধার কার্ড বানাতে গিয়ে কালঘাম ছুটছে পরিবারের! বার বার অনুরোধ বাতিল, চরম বিপাকে ডেবরা
২০২১ সালে চালের উপর ভারতের পতাকা তৈরি করেছিলেন। আগামীদিনে দেশের প্রতি ভালবাসা জানিয়ে আরও অনেক কিছু তৈরি করার ইচ্ছা রয়েছে তাঁর। অভিষেক মোদকের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত বরাকরের বেগুনিয়া মোড় এলাকায়। বাবা রঞ্জিত মোদকের একটি খাবারের হোটেল রয়েছে। সেখানে হাতে হাত মিলিয়ে সাহায্য করে ছেলে অভিষেক। তার পাশাপাশি আসানসোল বি সি কলেজ থেকে অ্যাকাউন্টস অনার্স কমপ্লিট করে এখন বর্তমানে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া নিয়ে পড়াশোনা করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পড়াশোনার পাশাপাশি অভিষেকের ইচ্ছা মাইক্রো আর্টের উপরে কাজ করার। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুথপিকের ওপরে 0.1 সেন্টিমিটার ভারতের পতাকা এঁকে অবাক করেছেন অভিষেক। যা দেখতে ছুটে আসছেন অনেকেই। তাঁর এই শিল্পটিকেও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছেন অভিষেক।