শিশুদের আধার কার্ড বানাতে গিয়ে কালঘাম ছুটছে পরিবারের! বার বার অনুরোধ বাতিল, চরম বিপাকে ডেবরা

Last Updated:

ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া আধার কার্ড হচ্ছে না শিশুদের।

ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া হচ্ছে না আধার কার্ড
ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া হচ্ছে না আধার কার্ড
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালীঃ ডিজিটাল বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র ছাড়া হচ্ছে না আধার কার্ড। বিপাকে ডেবরার প্রায় ৫০টি পরিবার। আধার কার্ড না থাকার ফলে স্কুলে ভর্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুই হচ্ছে না তাঁদের। নিশ্চুপ হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন বিডিও।
ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া আধার কার্ড হচ্ছে না। চরম সমস্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের দলবতিপুর এলাকার প্রায় ৫০টি পরিবার। তাঁদের অভিযোগ, আজ থেকে ৭-৮ বছর আগে যে সমস্ত বাচ্চারা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে জন্মগ্রহণ করেছিল তাদের ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। বর্তমানে সেই কাগজ নিয়ে যারা আধার সেন্টারে বাচ্চাদের আধার কার্ড করতে যাচ্ছেন তাঁদের বার বার বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু যারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন তাঁদের বাচ্চাদের এক বারেই আধার কার্ড হয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ কী হচ্ছে IIT Kharagpur-তে! একের পর এক পড়ুয়ার মৃত্যু! কারণ খুঁজতে ক্যাম্পাসে ফরেন্সিক দল
এই বিষয়ে আধার সেন্টারের কর্মীরা জানাচ্ছেন, “ডিজিটাল বার্থ সার্টিফিকেট হলে কোনো সমস্যা নেই। ম্যানুয়াল হলেই সমস্যা। রাজ্য সরকারের পোর্টালে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দিলেই তা বার বার রিজেক্ট হচ্ছে। অথচ ডিজিটাল দিলে এক বারেই হয়ে যাচ্ছে। তাই আমরা ম্যানুয়াল নিচ্ছি না। বিভিন্ন হাসপাতালে ম্যানুয়ালের পরিবর্তে ডিজিটাল বার্থ সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু ডেবরা গ্রামীন হাসপাতালে সেই সার্টিফিকেট দিচ্ছে না। যার জন্য অনেকেই সমস্যায় পড়ছেন।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘরে-বাইরে থইথই করছে জল! উড়েছে রাতের ঘুম, ঘাটালবাসীর জল যন্ত্রণা চোখে দেখা দায়
এই বিষয়ে ডেবরা গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “এই ভাবে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দেখে ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার কোনো অর্ডার নেই আমাদের কাছে। এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।” যদিও এই বিষয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, “এই বিষয়টি আমি আপনাদের কাছে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখছি কী করা যায়।” আর এহেন পরিস্থিতিতে বাচ্চাদের আধার কার্ড বানানো নিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারগুলি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশুদের আধার কার্ড বানাতে গিয়ে কালঘাম ছুটছে পরিবারের! বার বার অনুরোধ বাতিল, চরম বিপাকে ডেবরা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement