জানা গিয়েছে, রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়িতে বুধবার সাতসকালে হানা দেয় আয়কর দফতর। যে ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্য দিকে, বিধায়কের বাড়িটি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন হঠাৎ কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়ে মুখ খুলতে চাননি দু’পক্ষের কেউই।
advertisement
আরও পড়ুন – Jamal Kudu Song: এই গান গাইত স্কুলের শিশুরা! কোথা থেকে এল ‘জামাল কুদু’, গানের মানে কী, জানুন
আরও পড়ুন – KIFF 2023: চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’, তালিকায় আরও বাংলা ছবি
উল্লেখ্য, রানিগঞ্জের বিধায়ক ছিলেন সোহরাব আলী। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২০১১ সালে তিনি রানীগঞ্জের বিধায়ক নির্বাচিত হন। যদিও এই সোহরাব আলীকে নিয়ে আগেই অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। কারণ চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। যাকে আদালত দু’বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল। রেলের মাল চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, এই সোহরাব আলি চুরি আটকানোর কমিটি গঠন করেই উঠে এসেছেন। তার এই উত্থান খনি শহরের অনেকেই জানেন। কিন্তু বর্তমানে রাজনীতির ময়দানে খুব বিশেষ সক্রিয় ভূমিকায় দেখা যায়নি সোহরাব আলীকে। আর তার বাড়িতে হঠাৎ করে কেন আয়কর দফতরের হানা, তা ভাবিয়ে তুলেছে অনেককে। এই আয়কর হানায় কি উদ্ধার হয় তা জানতেও রীতিমতো উদগ্রীব হয়ে রয়েছেন স্থানীয় মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোট ন’টি গাড়িতে করে বুধবার ভোরে পাঁচটা নাগাদ আয়কর দফতরের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছন। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। সূত্রের খবর, আয়কর সংক্রান্ত এই অভিযান চলছে। ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের নেতা তথা রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বার্নপুরের বাড়ি-সহ বেশ কিছু জায়গায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে সূত্রের খবর।
রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী। রাজনৈতিক ক্যারিয়ারের প্রথমদিকে ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন। পরবর্তীতে তিনি কিছুদিনের জন্য লালু প্রসাদের আরজেডি জয়েন করেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আসানসোল পুরসভার কাউন্সিলার ও পরে রানিগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক হিসেবে জয়লাভ করেন। বর্তমানে সোহরাব আলীর স্ত্রী নার্গিস বানু আসানসোল পৌর নিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ঘটনার বিষয়ে জানাজানি হতেই সকাল থেকেই বাড়ির অদূরে ভিড় জমিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি, আসানসোলের বার্নপুরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজের অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। গড়াই রোড এলাকায়। লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আলামের হিসাব রক্ষক পঙ্কজ আগরওয়াল বাড়ি এবং রেশন শপে হানা আয়কর দফতরের।
নয়ন ঘোষ