Jamal Kudu Song: এই গান গাইত স্কুলের শিশুরা! কোথা থেকে এল ‘জামাল কুদু’, গানের মানে কী, জানুন

Last Updated:
Jamal Kudu Song:কী সেই ইতিহাস? একবার খুঁজে দেখা যাক৷
1/5
ফেসবুক, ইনস্টাগ্রামে কান পাতা দায়৷ রিলে-রিলে ছয়লাপ! রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে ব্যবহৃত ‘জামাল কুদু’ গানটি এখন ভাইরাল৷ আর সেই গান ব্যবহার করে রিল তৈরি করেননি এমন লোকের সংখ্যা নিতান্তই কম৷ কিন্তু ছবিতে ব্যবহৃত এই গানেরও একটি ইতিহাস আছে৷ কী সেই ইতিহাস? একবার খুঁজে দেখা যাক৷
ফেসবুক, ইনস্টাগ্রামে কান পাতা দায়৷ রিলে-রিলে ছয়লাপ! রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে ব্যবহৃত ‘জামাল কুদু’ গানটি এখন ভাইরাল৷ আর সেই গান ব্যবহার করে রিল তৈরি করেননি এমন লোকের সংখ্যা নিতান্তই কম৷ কিন্তু ছবিতে ব্যবহৃত এই গানেরও একটি ইতিহাস আছে৷ কী সেই ইতিহাস? একবার খুঁজে দেখা যাক৷
advertisement
2/5
এটি আসলে তৈরি করেছিলেন ইরাণের খাতারে গ্রুপ৷ ১৯৫০ সালে খারাজেমি গার্লস স্কুলে প্রথম সমবেত ভাবে এই গানটি গাওয়া হয়েছিল৷ ইরাণের বিখ্যাত কবি বিজন স্মান্দরের লেখা এই গানটি৷ এই ছবিতে ব্যবহারের পর এই তথ্য নিয়ে আগ্রহ বেড়েছে বিপুল পরিমাণে৷
এটি আসলে তৈরি করেছিলেন ইরাণের খাতারে গ্রুপ৷ ১৯৫০ সালে খারাজেমি গার্লস স্কুলে প্রথম সমবেত ভাবে এই গানটি গাওয়া হয়েছিল৷ ইরাণের বিখ্যাত কবি বিজন স্মান্দরের লেখা এই গানটি৷ এই ছবিতে ব্যবহারের পর এই তথ্য নিয়ে আগ্রহ বেড়েছে বিপুল পরিমাণে৷
advertisement
3/5
ববি দেওলের এন্ট্রির সঙ্গে এই সঙ্গীতটি ব্যবহার করা হয়েছে৷ এই গানে কার্যত প্রেয়সীর কথা বলা হয়েছে৷ বলা হয়েছে, ‘ও আমার ভালবাসা, আমার প্রেম, আমার প্রাণের প্রেয়সী, আমার হৃদয় নিয়ে ছেলে খেলা করো না৷’
ববি দেওলের এন্ট্রির সঙ্গে এই সঙ্গীতটি ব্যবহার করা হয়েছে৷ এই গানে কার্যত প্রেয়সীর কথা বলা হয়েছে৷ বলা হয়েছে, ‘ও আমার ভালবাসা, আমার প্রেম, আমার প্রাণের প্রেয়সী, আমার হৃদয় নিয়ে ছেলে খেলা করো না৷’
advertisement
4/5
এক যাত্রায় প্রেয়সীর সঙ্গে বিরহ বেদনার কথাও গানে লেখা হয়েছে৷ ডিসেম্বরের ১ তারিখে এই ছবিটি মুক্তি পায়৷ আর তারপর থেকেই আলোচনায় রয়েছে এই গানটি৷ গানটির সমবেত ভঙ্গি ও ছন্দ দর্শকদের হৃদয়ে হিল্লোল তুলেছে৷
এক যাত্রায় প্রেয়সীর সঙ্গে বিরহ বেদনার কথাও গানে লেখা হয়েছে৷ ডিসেম্বরের ১ তারিখে এই ছবিটি মুক্তি পায়৷ আর তারপর থেকেই আলোচনায় রয়েছে এই গানটি৷ গানটির সমবেত ভঙ্গি ও ছন্দ দর্শকদের হৃদয়ে হিল্লোল তুলেছে৷
advertisement
5/5
‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ অনেকে এই ছবিটিকে পুরুষ ইগোর জঘন্য প্রদর্শন বলে আক্রমণ করেছেন৷ অনেকে আবার অভিনয়ের দিক থেকে রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা করেছেন এই ছবি দেখে৷ তবে সব মিলিয়ে বলিউডে নাড়াচাড়া ফেলেছে এই ছবিটি৷
‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ অনেকে এই ছবিটিকে পুরুষ ইগোর জঘন্য প্রদর্শন বলে আক্রমণ করেছেন৷ অনেকে আবার অভিনয়ের দিক থেকে রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা করেছেন এই ছবি দেখে৷ তবে সব মিলিয়ে বলিউডে নাড়াচাড়া ফেলেছে এই ছবিটি৷
advertisement
advertisement
advertisement