আগামী ১৩ তারিখ আয়কর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অখিল গিরি ও তাঁর ছেলেকে। নোটিস পেয়েছেন বলে স্বীকার করে মন্ত্রী অখিল গিরি বলেন, ”নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হবে। নোটিসের উত্তর দেব।”
আরও পড়ুন: সাইকেলের লিক সারাতেন এক সময়, এখন একাই বুর্জ খলিফার ২২ ফ্ল্যাটের মালিক! কে এই ব্যক্তি?
advertisement
উল্লেখ্য, গত দুদিন ধরে নন্দকুমার এবং কাঁথিতে পরপর দুটি সভায় দাঁড়িয়েই অখিল গিরির আয়কর নোটিস পাওয়া নিয়ে প্রকাশ্যেই কটাক্ষ করে বক্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: বাড়ির ছাদে কীসের আওয়াজ! পোলবায় তবে কি সত্যিই ভূতের অত্যাচার! শিউরে ওঠা ঘটনা
বলেছিলেন, জেলার এক মন্ত্রী সপুত্র আয়কর নোটিস পেয়েছেন। হিসাব বহির্ভূত আয় সংক্রান্ত বিষয়েই আয়কর নোটিস বলেও শুভেন্দু ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর ইঙ্গিত এবং আয়কর নোটিস পাওয়া নিয়ে শুভেন্দুর সমালোচনাও করেন অখিল গিরি।