আরও পড়ুন: মাত্র দেড় ঘণ্টায় দিঘা, ৬ ঘণ্টায় পুরী! কলকাতার কাছেই চালু দুর্দান্ত রুট
পাখিদের মেলা লেগে থাকে সবসময়। তবে শীতকালে সেই সংখ্যা বাড়ে। এই বিপুল পরিমাণ পাখির জন্য পর্যাপ্ত গাছ রয়েছে। তাই মেডিক্যাল কলেজে আগত রুগির আত্মীয় পরিজনদের কাছে এই ঝিল লাগোয়া এলাকা শান্তির জায়গা। সেজন্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই স্থানের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছিল। এই ঝিলটি ডায়মন্ডহারবারের অন্যতম দর্শনীয় জায়গাগুলির মধ্যে একটি। অনেকেই এখানে আসেন ছবি তোলার জন্য।
advertisement
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নেই তিনি! তবু তাঁর ভিডিও ভাইরাল, কেবিসি-র আলোলিকার গল্প জেনে নিন
স্থানীয়দের কাছে এই ঝিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধুমাত্র পাখি দেখতে নয়। এখানে মাছ ধরার পাস দেওয়া হয় মাঝে মধ্যেই। সেই পাস নিয়ে অনেকেই মাছও ধরেন। ডাক্তার দেখাতে নয়, আপনিও পাখী দেখতে চাইলে ঘুরে আসতেই পারেন এই ঝিলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নি:সন্দেহে এই ঝিল মুগ্ধ করবে আপনাকে।
নবাব মল্লিক