আরও পড়ুন: ঘরেই তো আছে, ‘এই’ জিনিসটি দিয়ে খান চা! সর্দি-কাশি-হাঁপানি সব হাওয়া! কী জানেন?
এ বিষয়ে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ মিদ্যা জানিয়েছেন, বাঘটিকে খোঁজা সম্ভব হয়নি, বৃষ্টির জন্য। যার জন্য এলাকায় থমথমে ভাব রয়েছে। এদিকে গ্রামবাসীদের দাবি বাঘের পায়ের ছাপ রয়েছে এলাকায়। সেই ছাপ পুরানো কিনা তাও জানা সম্ভব হচ্ছেনা বৃষ্টির জন্য। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আদৌ গভীর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে বাঘ এসেছে কিনা, তা যাচাই করে দেখতে হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদিও এই দাবিতে সন্তুষ্ট নয় স্থানীয়রা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকায় কয়েকমাস ধরে টানা এরকম আতঙ্ক চলছে। সন্ধ্যার পর কার্যত ঘরবন্দি মানুষজন। তারা এই সমস্যার সুষ্ঠ সমাধান চাইছেন।
নবাব মল্লিক