Abhishek Banerjee at Baroma: নৈহাটির বড়মার মন্দিরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! মুখ‍্যমন্ত্রীর জন‍্য ‘বিশেষ’ উপহারের আয়োজন মন্দির কর্তৃপক্ষের

Last Updated:

Abhishek Banerjee in Naihati: কালীপুজোর বিকেলে হঠাৎ লেক কালীবাড়িতে হাজির সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পুজো দেন কালীমন্দিরে। নিজের হাতে মাতৃ প্রতিমাকে মালা পরিয়ে দেন।

* নৈহাটিতে বড়মার মন্দিরে আজ পুজো দিতে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়
* নৈহাটিতে বড়মার মন্দিরে আজ পুজো দিতে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়
কলকাতাঃ কালীপুজোর বিকেলে হঠাৎ লেক কালীবাড়িতে হাজির সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পুজো দেন কালীমন্দিরে। নিজের হাতে মাতৃ প্রতিমাকে মালা পরিয়ে দেন। তারপর সপরিবার তিনি যোগ দেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয়। আজ মঙ্গলবার তিনি যাবেন নৈহাটির বড়মার মন্দিরে। সেখানে পুজো দেবেন সাংসদ। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রীর জন্য অভিষেকের হাতে বড়মা মূর্তির একটি প্রতিকৃতি তুলে দেবে মন্দির কর্তৃপক্ষ ৷
এদিন কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার সমৃদ্ধি কামনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, কালীপুজো ও দীপাবলি আনন্দমুখর হয়ে উঠুক সবার জন্য। সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন। কালীপুজোর পুণ্য লগ্নে মায়ের কাছে শুধু এই কামনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মা কালীর আরাধনায় উপস্থিত থেকেও তিনি সকলের মঙ্গল কামনা করেন। এদিন লেক কালীবাড়িতে পুজো দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মন্দিরের সেবায়তদের সঙ্গেও কথা বলেন।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর পরে আজ দুপুরে নৈহাটিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ঐতিহ্যবাহী ১০২ বছরের পুরনো বড়মা’র মন্দিরে যাবেন তিনি ৷ সুউচ্চ ঘন কৃষ্ণবর্ণের বড়মা’র পুজো দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ সেখান থেকে তিনি যাবেন বড়মার মূল মন্দিরে ৷ সেখানে গর্ভগৃহে থাকা বড়মা’র পুজো দেবেন অভিষেক ৷
বড়মা মন্দির কর্তৃপক্ষের সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কষ্টি পাথরের তৈরি বড়মা’র একটি প্রতিকৃতি তুলে দেওয়া হবে ৷ উল্লেখ্য, মমতা নিজে মন্দির কমিটির কাছে অনুরোধ করেছিলেন, বাড়িতে পুজো করার জন্য বড়মা’র ছোট মূর্তি তাঁকে দেওয়ার জন্য ৷ সেই মতো মন্দির কর্তৃপক্ষ শিল্পী শুভেন্দু সরকারকে কালো পাথরের বড়মার ছোট একটি মূর্তি তৈরি করতে বলেন ৷ যে মূর্তির অলঙ্কার তৈরি করা হয়েছে পাথর খোদাই করে ৷ আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee at Baroma: নৈহাটির বড়মার মন্দিরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! মুখ‍্যমন্ত্রীর জন‍্য ‘বিশেষ’ উপহারের আয়োজন মন্দির কর্তৃপক্ষের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement