আরও পড়ুন: টোটোতেই মুদিখানার সরঞ্জাম পৌঁছে যাচ্ছে বাড়িতে! ব্যবসায় সফল ভ্রাম্যমান বিক্রেতা
এদিন উত্তর দমদম পৌরসভার নিউ ব্যারাকপুর এলাকায় এমনই এক বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল শিব দুর্গা কালীর পাশাপাশি রাম লক্ষণ সীতা এমনকি স্বয়ং হনুমানেকেও। কয়েক ঘন্টার জন্য এমন বহুরূপী সাজ সেজেই এই শিল্পীরা রোজগার করেন টাকা। মানুষও তাদের দেখে যথেষ্টই আনন্দ নেন। অনেকেই আবার সেলফি তোলেন, ভিডিও আপলোডও হয় সোশ্যাল মিডিয়ায়। তবে অতীতে শিব দুর্গা কালীর থেকে এখন বহু অংশে বেড়েছে রাম সীতা লক্ষণ হনুমানের চাহিদা। এমনকি আগামী দিনে চাহিদার কথা মাথায় রেখে দশ মাথা ওয়ালা রাবণও বহুরূপী সাজে নিয়ে আসা হতে পারে বলে জানালেন এক শিল্পী। এদিন কৃষ্টি হলের সামনে থেকে নব বারাকপুর রাম মন্দির উৎসব কমিটির উদ্যোগে এক সুবিশাল শোভাযাত্রায় ডিজে বাজিয়ে রাম বন্দনায় মেতে উঠতে দেখা যায় রামভক্তদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে যাই হোক না কেন, রাম নামে অনেক অংশেই এখন বেড়েছে শিল্পীদের চাহিদা, আর তাতেই বেশ লাভবান বহুরূপী শিল্পীরা।
Rudra Narayan Roy