শীত সেভাবে অনুভব হচ্ছে না। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে জেলা জুড়ে। এই দিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুনঃ উত্তরের রেসিপি দক্ষিণের হেঁসেলে! ঘরেই ঝটপট বানিয়ে ফেলুন লাল লাল, ঝাল ঝাল সিদল শুঁটকি! রইল রেসিপি
advertisement
হালকা শীতের শিরশিরানি অনুভব হচ্ছে। দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আপাতত বৃষ্টি দেখা মিলছে দক্ষিণের এই জেলাগুলিতে। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আরও পড়ুনঃ উত্তরের খাবার বানান দক্ষিণের হেঁসেলে! পাহাড়ের সুস্বাদু ‘সেল রোটি’, রেসিপি জেনে ঝটপট বানিয়ে ফেলুন
অপরদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হলেও হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাই মোটের উপর শুষ্ক থাকবে। আবহাওয়ার বদল ঘটবে উত্তরে। নভেম্বরে শুরুতেও এ-বছর ভ্যাপসা গরমের অনুভূতি হতে দেখা যাচ্ছে অনেক জায়গাতেই। বদল হচ্ছে আবহাওয়ার। ক্রমাগতই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার খামখেয়ালীতে জেরবার পুরুলিয়াবাসী। শীতের আগমনের অপেক্ষায় গোটা জেলা।






