হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। অন্যদিকে ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি হারাচ্ছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও উত্তরবঙ্গেই আটকা পড়েছে। আর এর ফলে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি দেখা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে উষ্ণ আর্দ্র আবহাওয়া ও তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ১৬ থেকে ১৯ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তবে বর্ষার কাঙ্খিত বৃষ্টি পেতে ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের সব জেলায় শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে উষ্ণ আদ্র আবহাওয়ার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সর্তকতা। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কতা সেই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১২ জুন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। দিঘা সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। রবিবার পর্যন্ত দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা।
সৈকত শী






