তাঁদের দাবি, মানবাজার ও ঝালদার মানুষদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই দুটি হাসপাতালকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করা হোক। কারণ বহু মানুষ এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে আসেন। শুধু ঝালদা নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ ঝালদা হাসপাতালে চিকিৎসা করান। এই হাসপাতাল যদি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত হয় তাহলে চিকিৎসার মান আরও বাড়বে।
advertisement
একইভাবে মানবাজার হাসপাতালেও দূরদূরান্ত থেকে মানুষ চিকিৎসা করাতে আসেন। এই হাসপাতালও সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করা হলে রোগীরা উপকৃত হবে। এরই পাশাপাশি পুরুলিয়া সদর হাসপাতালকে তারা ডিস্ট্রিক্ট হাসপাতাল হিসেবেই রাখার আর্জি জানান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে সিএমওএইচ ড.অশোক বিশ্বাস বলেন, “এই দাবিটি আমি সরকারের কাছে পাঠাব এবং তার আগে স্বাস্থ্য সমিতির চেয়ারম্যান রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন সেখানে এই বিষয়টি আলোচনা হবে। মূলত তারই পরিপ্রেক্ষিতে সেই প্রপোজালটি আমরা স্টেটের কাছে পাঠাব। মানবাজার ও ঝালদায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হলে বহু মানুষ উপকৃত হবে। পুরুলিয়া জেলায় চিকিৎসার মান আরও উন্নত হবে।”





