ভৈরব নদীতে ১৩ প্রতিযোগীর জমজমাট বাইচ প্রতিযোগিতা! আলমারি, প্রেসার কুকার পেলেন জয়ীরা, দেখতে মেলা বসেছিল এলাকায়
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
গ্রামের ঐতিহ্য বজায় রাখতে ভৈরব নদীতে ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা। মুর্শিদাবাদের হরিহরপাড়ার নতুন স্বরুপপুর জন সেবক ক্লাবের উদ্যোগে ২১ তম ডিঙ্গা বাইচ।
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: গ্রামের ঐতিহ্য বজায় রাখতে ভৈরব নদীতে ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা। মুর্শিদাবাদের হরিহরপাড়ার নতুন স্বরুপপুর জন সেবক ক্লাবের উদ্যোগে ২১ তম ডিঙ্গা বাইচ। ১৩ জনের ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্বরুপপুর ভৈরব নদীতে। এরকম এক হারিয়ে যাওয়া সেকালের ইভেন্ট দেখতে হাজির হন বহু মানুষ এদিন।
এই নৌকা বাইচ হল একটি বহু প্রাচীন প্রতিযোগিতা। এটি আসলে নদীতে নৌকা চালনোর প্রতিযোগিতা। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালানোর প্রতিযোগিতা চলে।
advertisement
advertisement
ক্লাবের সদস্যরা জানান, “এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক এলাকা তাই আমরা ভৈরব নদীতে জল কমার সঙ্গে সঙ্গে নৌকা বাইচের প্রতিযোগিতা করে এলাকার মানুষজনদের মনোরঞ্জন করার চেষ্টা করেছি। আজকের এই প্রতিযোগিতায় ভৌরব নদীতে এলাকার ১৩টি দল অংশগ্রহণ করে। এই খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আলমারি ও প্রেসার কুকার। এই ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়ে ছিল এলাকার মানুষজনেরা। এই ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা ঘিরে এলাকায় অস্থায়ী মেলার আয়োজন করা হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোক সভার সাংসদ আবু তাহের খান, বহরমপুর সদর হেডকোয়ার্টার ডিএসপি তমাল কুমার বিশ্বাস, হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস , পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহাতাব উদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য মোমিনুল হাসান, ক্লাবের সভাপতি মোমিনুল হাসান-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Nov 05, 2025 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভৈরব নদীতে ১৩ প্রতিযোগীর জমজমাট বাইচ প্রতিযোগিতা! আলমারি, প্রেসার কুকার পেলেন জয়ীরা, দেখতে মেলা বসেছিল এলাকায়









