হাসপাতালের শিশু বিভাগে খেলনা, ম্যাগাজিন! দেওয়াল জুড়ে নন্টে-ফন্টে, বোর হবে না খুদেরা! মুর্শিদাবাদের হাসপাতালে বড় আয়োজন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুর্শিদাবাদ জেলার এই হাসপাতালের সুসজ্জিত শিশু বিভাগ। শিশু বিভাগে চিকিৎসা করাতে এলে শিশুরা পাবে খেলার সামগ্রী।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার এই হাসপাতালের সুসজ্জিত শিশু বিভাগ। শিশু বিভাগে চিকিৎসা করাতে এলে শিশুরা পাবে খেলার সামগ্রী। এমনকী পড়ার জন্য পাবে বই। হাসপাতালের এক পরিবেশ অন্যরকম করে গড়ে তোলা হয়েছে। যা পশ্চিমবঙ্গের কান্দি মহকুমা নতুন হাসপাতাল মডেল হাসপাতাল রুপ নিয়েছে বর্তমানে। খুব শীঘ্রই মিলবে চিকিৎসা পরিষেবা।
মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল জানিয়েছেন, নতুন কান্দি মহকুমা হাসপাতালে অত্যাধুনিক মানের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল শিশু বিভাগ। যা বেসরকারি হাসপাতালের পরিষেবাকেও হার মানাবে। বাতানুকূল শিশু বিভাগ তৈরি হয়েছে ৫৪টি সজ্জা বিশিষ্ট। এই হাসপাতালের উপরেই নির্ভর করে থাকেন বহু রোগীরা। কোনও খারাপ শিশু এলে মাল্টি চ্যানেল মনিটর, সেন্ট্রাল অক্সিজেন সহ তিনটি অত্যাধুনিক বেডের পরিষেবা দেওয়া হবে।
advertisement
advertisement
এছাড়াও মুর্শিদাবাদের এই হাসপাতালে সব সময় থাকবে চিকিৎসক ও নার্সরা। এছাড়াও কগনিটিভ ডেভলপমেন্ট ও মানসিক বিকাশ গঠনের জন্য বিজ্ঞান সম্মত কিছু খেলনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, শিশুদের পড়ার জন্য ম্যাগাজিন ও বই ওয়ার্ডে রাখা হয়েছে। গোটা শিশু বিভাগে গোপাল ভাঁড় থেকে নন্টে-ফন্টে কার্টুনের চরিত্র বিশেষ পদ্ধতিতে দেওয়ালে লাগানো হয়েছে। যা শিশুরা চিকিৎসা করতে এসে মানসিক বিকাশ ও ঘটবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দি মহকুমা হাসপাতাল-সহ বিভিন্ন ওয়ার্ড নিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক শীত-তাপ নিয়ন্ত্রিত নতুন ভবন। এর মধ্যে শিশু বিভাগ সাধারণত শিশুদের চিকিৎসা, প্রসব পরবর্তী পরিচর্যা এবং নবজাতকদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করে থাকে। এই বিভাগে শিশুদের বিভিন্ন রোগ নির্ণয়, চিকিৎসা ও টিকাকরণ করা হবে। এখানে শিশু বহির্বিভাগ ও জরুরি বিভাগে বিশেষ যত্ন ও উন্নত চিকিৎসার ব্যবস্থা রাখা হবে বলেই জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 05, 2025 12:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালের শিশু বিভাগে খেলনা, ম্যাগাজিন! দেওয়াল জুড়ে নন্টে-ফন্টে, বোর হবে না খুদেরা! মুর্শিদাবাদের হাসপাতালে বড় আয়োজন
