TRENDING:

Illegal Business: বোমার হোম ডেলিভারি রাজ্যে! মোবাইলে ছবি পাঠিয়ে নেওয়া হত অর্ডার, কোথায়?

Last Updated:

গ্রেফতার চক্রের পাণ্ডা মকবুল সেখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটোয়া: হোম ডেলিভারি। খাবার নয়, তাজা বোমার! বোমা পাচারের এই অভিনব পন্থার হদিশ পেয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। মোবাইল ফোনের হোয়াটস অ্যাপে পাঠানো হতো বোমার ছবি। সেই ছবি দেখে দাম-দর শুনে অর্ডার দিত ক্রেতারা। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেত বোমার প্যাকেট। পূর্ব বর্ধমানের কাটোয়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
advertisement

এই ঘটনায় মকবুল সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে এই চক্রের মূল পান্ডা। পূর্ব বর্ধমানের কাটোয়ার মূলটি  গ্রামে ঘটত এই ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছবি দেখিয়ে বোমার অর্ডার নিত মকবুল।  মোবাইল ফোনের মাধ্যমে চলত বোমা বিক্রির এই ব্যবসা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বোমা বিক্রি এই চক্রের হদিশ পেয়ে হতবাক পুলিশ।

advertisement

আরও পড়ুন WB High Madrasah Result 2022: স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হতে চান রাজ্য মাদ্রাসা পরীক্ষায় প্রথম শারিফা, গরিব পরিবার চায় সরকারি সাহায্য

গ্রেফতার চক্রের পাণ্ডা মকবুল সেখ। কাটোয়ার মুলটি গ্রামের ঘটনা। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে মকবুল সেখের বাড়িতে অভিযান চালায়। তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। সেই তল্লাশিতে ছটি তাজা বোমা বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, বাথরুমের ছাদে ওই ছ’টি বোমা রাখা ছিল। গ্রাহককে সরবরাহ করার জন্য বোমাগুলি তুষের  ওপরে  রেখে শুকোতে দিয়েছিল মকবুল। সেগুলি সাবধানতার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়।

advertisement

এরপর দুর্গাপুরে বোম্ব ডিস্পোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়। দুর্গাপুর থেকে বোম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা এসে ফাঁকা জায়গায় বোমাগুলি নিষ্ক্রিয় করে। অভিযুক্ত মকবুলের বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার করে প্রায় চারশ মিটার দূরের মাঠে নিয়ে যাওয়া হয়। পরে দমকল কর্মীদের উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন Agnimitra Paul| Audio Tape Controversy: কণ্ঠস্বর তাঁরই, স্বীকার করেও ভোলবদল, ১৮০ ডিগ্রি পাল্টি অগ্নিমিত্রার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মকবুল সেখের ফোন বাজেয়াপ্ত  করা হয়েছে। মকবুলের  বাজেয়াপ্ত করা ফোন থেকে বোমা বিক্রির অনেক তথ্য পাওয়া গিয়েছে। মঙ্গলবার দুপুরে মকবুল সেখকে হেফাজতে চেয়ে পুলিশ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। পুলিশের প্রাথমিক ধারনা মকবুল বোমা তৈরি করে তার ছবি গ্রাহকদের মোবাইলে পাঠিয়ে অর্ডার নিয়ে বিক্রি করত। সে কারণে মকবুলকে  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কাটোয়া থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illegal Business: বোমার হোম ডেলিভারি রাজ্যে! মোবাইলে ছবি পাঠিয়ে নেওয়া হত অর্ডার, কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল