Agnimitra Paul| Audio Tape Controversy: কণ্ঠস্বর তাঁরই, স্বীকার করেও ভোলবদল, ১৮০ ডিগ্রি পাল্টি অগ্নিমিত্রার

Last Updated:

রবিবার যে অডিও ক্লিপ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, পরের দিনই ওই কণ্ঠস্বরকে নিজের বলে মানতে রাজি নন তিনি

#আসানসোল:  কণ্ঠস্বর তাঁরই। স্বীকার করে নিলেও চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ভোলবদল। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অডিও ক্লিপ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। রবিবার মোবাইলের একটি কথোপকথন সামনে আসতেই শুরু হয়ে যায় হইচই। যে অডিও ক্লিপে শোনা যায়, অগ্নিমিত্রা পাল আসানসোলের দলীয় নেতা জিতেন্দ্র তিওয়ারির লোকসভা উপনির্বাচনে ভূমিকা নিয়ে কার্যত সন্দেহ প্রকাশ করে ফোনের ওপ্রান্তে থাকা কাউকে জিজ্ঞেস করছেন, ভোটে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ছিল? তিনি কি দলের হয়ে কাজ করেছিলেন? নাকি অন্য কিছু? এই ধরনের নানান প্রশ্ন করতে শোনা যায় অগ্নিমিত্রা পালকে। সেই অডিও ক্লিপ সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।
advertisement
যদিও অডিও ক্লিপের কণ্ঠস্বর যে তাঁরই ছিল সে কথা মেনে নিয়ে অগ্নিমিত্রা পাল রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, যেখানে আসানসোলে জেতার মতো অবস্থায় ছিল বিজেপি। সেখানে কিভাবে তিনি পরাজিত হলেন সে ব্যাপারে অনুসন্ধান তো করতেই হবে। এই বক্তব্যের একদিন কাটতে না কাটতেই নিজের বক্তব্য থেকে সরে এসে সোমবার তিনি বললেন, ওই কণ্ঠস্বর তাঁর নয়! ভাইরাল হওয়া অডিও ক্লিপ প্রসঙ্গে দায় চাপালেন তৃণমূলের আইটি সেলের ওপর। বললেন, ' আমার কন্ঠস্বর বিকৃত করে আমাকে ও আমার দলকে অপদস্থ করা হয়েছে।'
advertisement
রবিবার যে অডিও ক্লিপ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, পরের দিনই ওই কণ্ঠস্বরকে নিজের বলে মানতে রাজি নন তিনি। ' ভোটে গেরুয়া শিবিরের যে নেতৃত্বরা দায়িত্বে ছিলেন তাদের আসল ভূমিকা কী ছিল তা খুঁজে বের করা দরকার। সে কারণেই বিভিন্ন মহলে খোঁজখবর নেওয়া প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদেই বিভিন্নভাবে আমি এবং আমার দল অনুসন্ধান চালাচ্ছে' । এমনটাও জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। পদ্ম শিবিরের দাপুটে নেত্রী অগ্নিমিত্রা তাঁরই দলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে সন্দেহ প্রকাশের অডিও ক্লিপের সত্যতা প্রথমে স্বীকার করলেও পরে অস্বীকার করে দলীয় কোন্দল ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।  অগ্নিমিত্রার কথায়,' তৃণমূল যতই বিজেপিকে অপদস্ত করার চেষ্টা করুক না কেন। 2024 এ আসানসোল সহ অন্যান্য লোকসভা কেন্দ্রগুলিতে মোদিজিরই জয় জয়াকার হবে'। পদ্ম শিবিরের অগ্নিমিত্রার এই কথা শুনে জোড়া ফুল শিবিরের খোঁচা,' স্বপ্ন দেখা ভাল। কিন্তু উনি দিবা স্বপ্ন দেখছেন'।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agnimitra Paul| Audio Tape Controversy: কণ্ঠস্বর তাঁরই, স্বীকার করেও ভোলবদল, ১৮০ ডিগ্রি পাল্টি অগ্নিমিত্রার
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement