রাজ্যে নানা সময় বাংলাদেশি জঙ্গি গ্রেফতারের খবর মেলে। কাঁটাতার নিয়ে বিএসএফ বিজেপির মধ্যেও উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতিতে যাতে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা কোনওভাবেই ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিসিটিভি লাগিয়ে এলাকার নিরাপত্তার জন্যই এমন সিদ্ধান্ত। বনগাঁ ব্লকের ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় লাগানো হয়েছে এই সিসি ক্যামেরা।
advertisement
আরও পড়ুন: কোন বয়সে কতক্ষণ ব্যায়াম করলে কমবে স্ট্রোকের ঝুঁকি! ৪০-এই সাবধান হতে হবে
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ঘাটবাত্তর গ্রাম পঞ্চায়েতের অনেক গ্রাম সীমান্ত এলাকার পাশে। বিএসএফের করা প্রহরার মাঝেও এই সব এলাকা দিয়ে পাচারকারী দুষ্কৃতিদের দৌরাত্ম লক্ষ্য করা যায়। ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মন্ডল বলেন, “সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও প্রশাসনের নজরদারি বাড়াতে মোট ৫৫ টি সিসি ক্যামেরা প্রাথমিকভাবে বসানো হয়েছে। বনগাঁ থানার পুলিশ ও পঞ্চায়েত এর মনিটরিং করবে। ভিড়ে, রামচন্দ্রপুর কালমেঘা, সুটিয়া সহ বনগাঁ বাগদা সড়কে পাইকপাড়া বাজারেও সিসি ক্যামেরা গুলি লাগানো হয়েছে। পরবর্তীতে আরও ক্যামেরা লাগানো হবে বলেও জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা।
Rudra Narayan Roy