Exercise To Prevent Stroke: কোন বয়সে কতক্ষণ ব্যায়াম করলে কমবে স্ট্রোকের ঝুঁকি! ৪০-এই সাবধান হতে হবে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Exercise To Prevent Stroke: ব্যায়াম করলেই হল না, কোন বয়সে কতক্ষণ ব্যায়াম করা উচিত তা জানতে হবে! না হলেই বড় বিপদ হতে পারে! জানুন চিকিৎসকের মত
advertisement
advertisement
advertisement
advertisement
অল্প বয়সী থেকে বয়স্ক– যে কেউ যদি প্রতিদিন ব্যায়াম করেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতা এনে দেয়। যাদের বয়স ৬০-এর ওপরে, তারা যদি সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট নিয়মিত ব্যায়াম করেন, তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসার জন্য ব্যয় করেন, তা অনেকাংশে কমে আসে। নিয়মিত ব্যায়াম হৃৎপিণ্ডের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
নিয়মিত ব্যায়াম করলে অনেক ক্যালরি ক্ষয় হয়, যা স্বাস্থ্যসম্মত ওজন ধরে রাখে। ওজন ঠিক থাকলে অনেক ধরনের শারীরিক সমস্যা দূর করে। নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি আমাদের প্রতিদিনের খাওয়ার প্রতি যত্নশীল হতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম করলে বর্তমানে ভয়াবহ আকার ধারণ করা ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুঁকি কমায়। (তথ্য: জুলফিকার মোল্লা)









