TRENDING:

IIT Kharagpur Women Award: ট্রেনের লোকো পাইলট থেকে রেল পুলিশ, দক্ষতার সঙ্গে কাজ করা ২৭ জন নারীকে সংবর্ধনা

Last Updated:

যে রাঁধে সে চুলও বাঁধে, কথাটা যেমন ঠিক তেমন আজকের মেয়েরা প্রমাণ করেছে পুরুষতান্ত্রিক সমাজে সংসার পরিবার সামলেও ওরাও পারে। সংসারের চাকা ঠেলে জীবন যুদ্ধে এগিয়ে চলেছে তারা। ওদের কৃতিত্বকে সম্মান জানিয়েছে রেল ও আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কেউ ট্রেনের চালক, কেউ অফিস সামলায়, কেউ আবার টেকনিশিয়ান, কেউ রেল পুলিশ যারা সংসার সামলে মানুষকে পরিষেবা দেয়। রেলের মত গুরু দায়িত্ব যার কাঁধে, যারা পুরুষ সমাজে দৃষ্টান্ত, এমন সতেরো জন নারীকে সম্মান জানালো রেল। নারী দিবসের দিন আড়ম্বর অনুষ্ঠান করে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা দেখানো নারীদের সংবর্ধনা দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশন। প্রীতি কুমারী, এসিস্ট্যান্ট লোকো পাইলট, সুপ্রভা উপাধ্যায় যিনি একজন দক্ষ রেল পুলিশ এমন বেশ কয়েকজন সাহসিনীকে সংবর্ধিত করেছে খড়গপুর ডিভিশন।তাদের হাতে সম্মাননার উপহার তুলে দেন খড়গপুর ডিভিশনের রেলওয়ে ম্যানেজার।
সংবর্ধনা রেলের
সংবর্ধনা রেলের
advertisement

প্রসঙ্গত, বর্তমান দিনে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে মেয়েরা। শুধু ৮ মার্চ নয়, সারা বছর সংসার সামলে গুরু দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে।কেউ এতজন যাত্রীর দায়িত্ব নিয়ে চালাচ্ছেন ট্রেন, কেউবা দিচ্ছেন সিগন্যাল, কেউ ট্রেনের যাবতীয় টেকনিক্যাল বিষয় লক্ষ্য নজর করছেন, কেউ আবার স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে। এভাবে রেলকে আরও এগিয়ে দিচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। এবার বেছে ১৭ জন রেলকর্মীকে সংবর্ধনা জানিয়েছে রেল।শুধু তাই নয়, নারী দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

অন্যদিকে গোলাপী বেলুন উড়িয়ে  শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিতে নারীদের অবদান তুলে ধরেছে আইআইটি খড়গপুর। নারী দিবসে নারীদের সামাজিক অগ্রগতি, নারীদের অধিকার, নারী স্বাধীনতা এবং পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে সমাজে তাদের অবদানের প্রসঙ্গ তুলে ধরা হয় বিশেষ এক অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন এর স্পেস এপ্লিকেশন সেন্টারের বিজ্ঞানী মৌমিতা দত্ত, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের প্রাক্তন ডিরেক্টর শুক্লা মিস্ত্রি সহ অন্যরা।

advertisement

আরও পড়ুনWoman Weight Chart: কোন-কোন বয়সে মহিলাদের ‘পারফেক্ট’ weight কত হওয়া উচিৎ? ডাক্তারবাবু দিচ্ছেন ‘চার্ট’, সঙ্গে বাড়তি ওজন কমানোর দুরন্ত টিপস

যে রাঁধে সে চুলও বাঁধে, কথাটা যেমন ঠিক তেমন আজকের মেয়েরা প্রমাণ করেছে পুরুষতান্ত্রিক সমাজে সংসার পরিবার সামলেও ওরাও পারে। সংসারের চাকা ঠেলে জীবন যুদ্ধে এগিয়ে চলেছে তারা। ওদের কৃতিত্বকে সম্মান জানিয়েছে রেল ও আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Kharagpur Women Award: ট্রেনের লোকো পাইলট থেকে রেল পুলিশ, দক্ষতার সঙ্গে কাজ করা ২৭ জন নারীকে সংবর্ধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল