প্রসঙ্গত, বর্তমান দিনে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে মেয়েরা। শুধু ৮ মার্চ নয়, সারা বছর সংসার সামলে গুরু দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে।কেউ এতজন যাত্রীর দায়িত্ব নিয়ে চালাচ্ছেন ট্রেন, কেউবা দিচ্ছেন সিগন্যাল, কেউ ট্রেনের যাবতীয় টেকনিক্যাল বিষয় লক্ষ্য নজর করছেন, কেউ আবার স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে। এভাবে রেলকে আরও এগিয়ে দিচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। এবার বেছে ১৭ জন রেলকর্মীকে সংবর্ধনা জানিয়েছে রেল।শুধু তাই নয়, নারী দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
অন্যদিকে গোলাপী বেলুন উড়িয়ে শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিতে নারীদের অবদান তুলে ধরেছে আইআইটি খড়গপুর। নারী দিবসে নারীদের সামাজিক অগ্রগতি, নারীদের অধিকার, নারী স্বাধীনতা এবং পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে সমাজে তাদের অবদানের প্রসঙ্গ তুলে ধরা হয় বিশেষ এক অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন এর স্পেস এপ্লিকেশন সেন্টারের বিজ্ঞানী মৌমিতা দত্ত, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের প্রাক্তন ডিরেক্টর শুক্লা মিস্ত্রি সহ অন্যরা।
যে রাঁধে সে চুলও বাঁধে, কথাটা যেমন ঠিক তেমন আজকের মেয়েরা প্রমাণ করেছে পুরুষতান্ত্রিক সমাজে সংসার পরিবার সামলেও ওরাও পারে। সংসারের চাকা ঠেলে জীবন যুদ্ধে এগিয়ে চলেছে তারা। ওদের কৃতিত্বকে সম্মান জানিয়েছে রেল ও আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।
রঞ্জন চন্দ