সারা বছর ৪০০০০- ৫০০০০ ছাত্র ছাত্রীদের এখানে তথ্য সংগ্রহ করতে আসেন। এই বিভাগে গাছের পাশে থাকা স্ক্যানার মোবাইল ধরলেই পাওয়া যাবে গাছের সমস্ত তথ্য। একবীজ পত্রী, দ্বি বীজপত্রী নগ্নবীজী, ছত্রাক ফার্ন সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৭৫ প্রজাতির গাছ আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে এখানে। খুব সহজে উদ্ভিদের বৈশিষ্ট্য দিক থেকে একটি আরেকটির পার্থক্য চাক্ষুষ করতে পারবেন ছাত্র ছাত্রী থেকে গবেষক বা সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন– আগামী ৭ জুলাই, সোমবার কি দেশ জুড়ে সরকারি ছুটি ? জেনে নিন বিশদে
এই উদ্ভিদ বিভাগ উদ্বোধন করেন বন এবং আবহাওয়া মন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি নিজে হাতে বৃক্ষরোপণও করেন। বোটানিক্যাল গার্ডেন জয়েন্ট ডাইরেক্টর দেবেন্দ্র সিং জানান, এই বিভাগ ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জন্য দারুণ সুবিধা করবে। এতদিন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে এই সমস্ত উদ্ভিদের তথ্য সংগ্রহ করত। এবার একই স্থানে খুব সহজে সমস্ত তথ্য পাবে, একটি স্ক্যানের মাধ্যমে।
দর্শনার্থী ও পর্যটকরা সরাসরি উদ্ভিদের বৈচিত্র্য, উদ্ভিদের শ্রেণিবিন্যাস ও সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। উদ্ভিদবিজ্ঞান গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ বলা যেতে পারে।