আগামী ৭ জুলাই সোমবার কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কাজ হবে না শেয়ার বাজারেও ? ছুটি নিয়ে জেনে নিন বিশদে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Is July 7 A Public Holiday: মহরম আসলে ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। অর্থাৎ এটিকে ইসলামিক নববর্ষের সূচনা বলেই বিবেচনা করা হয়। শুধু তা-ই নয়, এটি একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় রীতি।
আগামী ৬ অথবা ৭ জুলাই ২০২৫ তারিখে দেশ জুড়ে পালিত হতে চলেছে মহরম। তবে অফিশিয়াল তারিখ হিসেবে ধার্য করা হয়েছে আগামী ৬ জুলাই ২০২৫ তারিখ। আসলে এটা নির্ভর করবে চাঁদ দেখা যাওয়ার উপর। মহরম আসলে ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। অর্থাৎ এটিকে ইসলামিক নববর্ষের সূচনা বলেই বিবেচনা করা হয়। শুধু তা-ই নয়, এটি একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় রীতি। (Representative Image)
advertisement
স্কুল আর সরকারি অফিস কি বন্ধ থাকবে? মহরমের দিন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অফিস, স্কুল, কলেজ, পোস্ট অফিস এবং দেশের বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দেশের যেসব রাজ্যে বিপুল সংখ্যায় মুসলিম ধর্মাবলম্বীদের বাস, সেই সব রাজ্যে আসন্ন সময়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি রিলিজ করা হতে পারে। (Representative Image)
advertisement
এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হল - উত্তর প্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। কনফার্মেশনের জন্য স্থানীয় স্কুলের সার্কুলার এবং জেলার তরফে ঘোষণার উপর নজর রাখা উচিত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠাতা বন্ধ রাখা হবে? মহরমের দিন বন্ধ রাখা হবে সারা দেশের ব্যাঙ্কগুলি। ফলে পাবলিক ব্যাঙ্কিং পরিষেবা বাধাপ্রাপ্ত হবে। কোনও রকম অসুবিধা এড়িয়ে চলার জন্য আগে থেকেই কোনও রকম জরুরি আর্থিক লেনদেন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকদের। (Representative Image)
advertisement
স্টক মার্কেট এবং এক্সচেঞ্জও কি বন্ধ থাকবে? বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-র মতো ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জগুলিতে ট্রেডিংয়ের কারবার মহরম উপলক্ষে বন্ধ থাকবে। আর এর প্রভাব পড়বে সমস্ত সেগমেন্টেই। যার মধ্যে অন্যতম হল - ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভস, কারেন্সি বা মুদ্রা এবং ইন্টারেস্ট রেট ডেরিভেটিভস। এর পাশাপাশি প্রভাব পড়বে সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং (এসএলবি) প্ল্যাটফর্মেও। আবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স)-এর মর্নিং সেশনও বন্ধ থাকবে। যদিও বিকেল থেকে ট্রেডিং শুরু হবে। বিকেল ৫টা থেকে রাত ১১টা ৩০ মিনিট বা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে ট্রেডিং। (Representative Image)
advertisement
জুলাই ২০২৫-এর স্কুল ক্যালেন্ডার অনুযায়ী ছুটির তালিকা: চলতি মাসের স্কুল ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৭ জুলাই ২০২৫ তারিখে অর্থাৎ আগামী সোমবার মহরম পালিত হলে বন্ধ থাকতে পারে ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক স্কুল। যদিও স্থানীয় সরকারি নির্দেশিকার উপর ভিত্তি করে চূড়ান্ত ঘোষণা এক-এক রাজ্যের ক্ষেত্রে এক-এক রকম হতে পারে। এর পাশাপাশি বর্ষার মরশুমের জন্যও স্কুল ছুটি থাকবে কিছু কিছু জায়গায়। বিশেষ করে দেশের যেসব এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, সেখানে তো বটেই! স্থানীয় এই ছুটির বিষয়ে সাধারণত ঘোষণা করে জেলা প্রশাসন। মূলত প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ঘোষণা করা হয়। এরই সঙ্গে চলতি মাসে চারটি রবিবারের ছুটিও পেতে চলেছে পড়ুয়ারা।