TRENDING:

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনে ভাগ্য খুলল বাংলার মৃৎশিল্পীদের

Last Updated:

তাঁদের আশা এবার থেকে দুর্গা, কালী, জগদ্ধাত্রী মূর্তির মত রামের মূর্তি গড়ার বরাত‌ও আসবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হওয়ার পর পাড়ায় পাড়ায় রাম পুজো শুরু হয়েছে। আর তাতেই এবার আশার আলো দেখছেন মৃৎশিল্পীরা। তাঁদের আশা এবার থেকে দুর্গা, কালী, জগদ্ধাত্রী মূর্তির মত রামের মূর্তি গড়ার বরাত‌ও আসবে। সেই আশা অনেকটা সত্যি করে এই মুহূর্তে শান্তিপুরের মৃৎশিল্পীরা রাম মূর্তি তৈরিতে বেশ কিছুটা ব্যস্ত।
advertisement

আরও পড়ুন: নতুন প্রজন্মকে সাইকেল চালানোর গুরুত্ব বোঝাতে বিশেষ উদ্যোগ

নদিয়ার মৃৎশিল্পীরা জানালেন, বিশ্বকর্মা প্রতিমা গড়া দিয়ে শুরু হয়ে কালী পুজোতে সাধারণত শেষ হয় তাঁদের মূর্তি গড়ার পালা। অর্থাৎ ভাদ্র-আশ্বিন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। কিন্তু অগ্রাহায়ণ ও পৌষ এই দু’মাস একেবারেই মন্দা চলে। এরপর আবার ফাল্গুন ও চৈত্রতে সরস্বতী এবং গোপাল তৈরির কিছু অর্ডার আসে। তবে তাঁদের আশা এবার থেকে রামমূর্তি তৈরি‌ও বেশ কিছু বরাত আসবে। প্রায় প্রত্যেক কারখানাতেই অর্ডার পড়েছে রাম, সীতা ও হনুমান মূর্তি বানানোর। তার উপর মাটির প্রদীপ বানানোর চাপ তো আছেই। আগামীতে রামনবমী উপলক্ষে আশানুরূপ অর্ডারের আশা করছেন মৃৎশিল্পীরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনুন্নত কুম্ভকার সমিতির নদিয়া জেলা সভাপতি তথা শান্তিপুরের মৃৎশিল্পী মুন্না পাল ছয়টি রাম মূর্তি গড়ার অর্ডার পেয়েছিলেন। তবে সময়ের অভাবে অন্য এক শিল্পীর সঙ্গে ভাগ করে কাজ করেছেন। সব মিলিয়ে অযোধ্যায় রামলাল প্রাণ প্রতিষ্ঠা হতেই হাসি ফুটেছে বাংলার মৃৎশিল্পীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

মৈনাক দেবনাথ

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনে ভাগ্য খুলল বাংলার মৃৎশিল্পীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল