আবার বাঙালির প্রিয় পোস্তর আইসক্রিমও পাবেন এখানে। মাত্র ৫৯ টাকায় পেয়ে যাবেন এক বাটি পোস্ত আইসক্রিম। সঙ্গে অনেকখানি স্বস্তি, আর মন ভোলানো স্বাদ। তাছাড়া এখানে পেয়ে যাবেন প্রায় ৩০ রকমের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। আমেরিকান ড্রাই ফুডস থেকে শুরু করে কিউয়ি, লিচু সহ বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাবেন এখানে। তাছাড়াও রাজভোগ আইসক্রিম রয়েছে, এখানে রয়েছে পান কিং আইসক্রিম। এই আইসক্রিমের সঙ্গে পানের স্বাদ শরীরে এনে দেবে বাড়তি ফ্রেশনেস।
advertisement
আরও পড়ুন গরু পাচার মামলায় ভয়ঙ্কর ঘটনা! বিজেপি নেতার ছেলেকে নিয়ে মারাত্মক অভিযোগ
দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত একটি আইসক্রিম পার্লারে ব্যাপক চাহিদা রয়েছে নলেন গুড়ের আইসক্রিমের। এমনিতেই তীব্র গরমে আইসক্রিমের চাহিদা ব্যাপক। সঙ্গে শীতের স্বাদ জুড়ে দেওয়ায় ক্রেতাদের মন মজেছে। যদিও বাঙালির প্রিয় পোস্ত আইসক্রিমও পাওয়া যাচ্ছে এখানে। রয়েছে রাজভোগ, পানের আইসক্রিম। তবে নলেন গুড়ের চাহিদা অনেক বেশি।
আরও পড়ুন: আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা! মারাত্মক অভিযোগ, ফের গ্রেফতারি? জল্পনা
শহরের এই আউটলেটে মাত্র ৪৯ টাকায় পাওয়া যাচ্ছে এই অপূর্ব স্বাদের আইসক্রিম। তবে অন্যান্য দামেও সুখ স্বর্গের স্বাদ পাবেন এখানে। বাজারে নলেন গুড়ের প্যাকেটজাত আইসক্রিম পাওয়া গেলেও, এই আইসক্রিমের স্বাদ অনন্য। এমনই বলছেন ক্রেতারা। শুধু আউটলেটে নয়, অ্যাপ নির্ভর সংস্থা গুলির সাহায্যে ঘরে বসেও আইসক্রিম বিক্রি হচ্ছে দেদার।
----Nayan Ghosh