Cbi Raid Tmc Mla: আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা! মারাত্মক অভিযোগ, ফের গ্রেফতারি? জল্পনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cbi Raid Tmc Mla: তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই, নির্দেশ আদালতের। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।
তেহট্ট: নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই-কে। নদিয়ার তেহট্ট-র বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই', এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাত থেকে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই শুক্রবার তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার দুপুর নাগাদ তাপস সাহার বাড়িতে
তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই, নির্দেশ আদালতের। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। গত বছর, তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা।
advertisement
আরও পড়ুন: 'একচুলও এগোয়নি তদন্ত', শুভেন্দুর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা! চাপ বাড়ল বিরোধী দলনেতার
advertisement
তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার স্বপক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই। এরপরই এদিন তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
advertisement
এদিন তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানার সময় গোটা বাড়ি চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বাড়ির গেট। যদিও তাঁর বিরুদ্ধে সিবিআই নির্দেশ দেওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তৃণমূল বিধায়ক। বলেন, ''দিদি আমাকে ভালবাসে, অন্যদের কেউ সেভাবে ভালবাসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি।'' পাশাপাশি, দলের একাংশের বিরুদ্ধেই ফের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার কি আরও এক তৃণমূল বিধায়ক পড়তে পারেন গ্রেফতারির আওতায়, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cbi Raid Tmc Mla: আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা! মারাত্মক অভিযোগ, ফের গ্রেফতারি? জল্পনা