Bengal Bjp: গরু পাচার মামলায় ভয়ঙ্কর ঘটনা! বিজেপি নেতার ছেলেকে নিয়ে মারাত্মক অভিযোগ

Last Updated:

Bengal Bjp: এই অডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে আসানসোলের রাজনৈতিক মহলে।

গরু পাচার কাণ্ডে কী ঘটল?
গরু পাচার কাণ্ডে কী ঘটল?
আসানসোল: এবার গরু পাচারে জড়িত থাকার অভিযোগ উঠল খোদ বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। এ মর্মে একটি অডিও ভাইরাল হয়। ওই অডিওতে শোনা যায়, বিজেপির কুলটি মন্ডল ৩-এর সভাপতি কাঞ্চন সিনহা কথা বলছেন বিজেপির জেলা কমিটির সদস্য বিভাস সিং-এর সঙ্গে। সেখানে বিভাস অভিযোগ করেন, আসানসোল পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজু যাদবকে সামনে রেখে গরু পাচারে মদত করছে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার।
এই অডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে আসানসোলের রাজনৈতিক মহলে। কুলটি মন্ডল ৩-এর বিজেপি সভাপতি কাঞ্চন সিনহার দাবি, বেশ কয়েকবার বিভাস তাকে ওই অভিযোগ জানান। শেষে তিনি অডিও রেকর্ড করে জেলা অফিসে তদন্তের জন্য পাঠান। পরে সেটা ভাইরাল হয়েছে। এটা একটা গুরুতর অভিযোগ যার তদন্ত হওয়া উচিত বলে মনে করেন কাঞ্চন।
advertisement
advertisement
কাঞ্চন এই দাবি জানানোর পরেই তাকে ও বিভাসকে শো কজ নোটিশ দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার জানান, তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। তিনিও তদন্তের দাবি জানান। এদিকে ওই অডিও নিয়ে দল তাদের পদ্ধতি মেনে তদন্ত চালাচ্ছে বলে জানান বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে।
advertisement
তিনি বলেন, দল বিশ্বাস করে কেশব এই ধরনের কাজ করতে পারে। যদিও আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। আসানসোল পুরসভার মেয়র পারিষদ ইন্দ্রাণী চট্টোপাধ্যায় মিশ্রর দাবি বিরোধীরা নয়, ওই অভিযোগ তুলেছেন বিজেপি নেতারাই। তাই এটা গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত।
advertisement
--দীপক শর্মা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Bjp: গরু পাচার মামলায় ভয়ঙ্কর ঘটনা! বিজেপি নেতার ছেলেকে নিয়ে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement