Bangla News: ইউটিউবে দেখা একটি ভিডিও, জীবন বদলে গেল বাংলার কলেজ পড়ুয়ার! টাকাই টাকা কেবল

Last Updated:

Bangla News: ইউটিউব থেকে মাশরুম চাষের ভিডিও দেখা ! সেই মাশরুম চাষ করেই স্বনির্ভর কলেজ পড়ুয়া দীপেশ।

+
মাশরুম

মাশরুম চাষে বিরাট আয়

চোপড়া: শুধু গতানুগতিক পঠনপাঠন যথেষ্ট নয়, চাকরির বাজার এমনিই মন্দা , তাই পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হতে হবে। কিন্তু উপায় কী? হঠাৎ একদিন ইউটিউবে মাশরুম চাষে সাবলম্বী হওয়ার খবর দেখে। মাশরুম চাষের ট্রেনিং নিয়ে এখন বাড়িতেই মাশরুম চাষ করে ভালো আয়ের মুখ দেখছেন কলেজ পড়ুয়া দীপেশ সিংহ।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের ডাকুয়াগঞ্জ গ্রামের ছেলে দিপেশ সিংহ। সে ঘোষপুকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দীপেশের বাবা জগেন সিংহ একজন ক্ষুদ্র চাষী আর মা পাহান সিংহ গৃহিণী। সামান্য জমিতে চাষবাস করেই সংসার চলে দীপেশের বাবার। তাই ছেলের পড়াশুনার খরচ জোগাতে রীতিমতো হিমশিম খান। বাবার পক্ষে যে ছেলের পড়াশোনার খরচ চালাতে অসুবিধা হচ্ছে তা বুঝতে পারেন দীপেশ।
advertisement
advertisement
তাই অনেকদিন ধরেই কিছু একটা করার ইচ্ছে ছিল দীপেশের। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে একটা চাকরি জোগাড় করা মুখের কথা নয়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিন ইউটিউবে মাশরুম চাষের বিষয়ে জানতে পারে দিপেশ। সেই থেকেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি বিজ্ঞানী ড: অঞ্জলী শর্মার কাছে গিয়ে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে এখন বাড়িতেই মাশরুম চাষ করছেন দীপেশ।
advertisement
বর্তমানে ঝিনুক ও বোটাম এই দুই প্রজাতির মাশরুম চাষ করছে দীপেশ। মাশরুম চাষ করেই এখন দুটো পয়সার মুখ দেখছে দীপেশ। পড়াশোনার ফাঁকে ফাঁকে মাশরুম চাষের মাধ্যমে এখন পড়াশোনার খরচও চালাচ্ছেন দীপেশ। মাশরুমের আচার ,পাপড় সহ বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ নিয়ে দীপেশের স্বপ্ন আগামী দিনে এই ব্যবসা আরো বড় করে তোলার।
advertisement
----পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bangla News: ইউটিউবে দেখা একটি ভিডিও, জীবন বদলে গেল বাংলার কলেজ পড়ুয়ার! টাকাই টাকা কেবল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement