Narada Case: আদালতে ফিরহাদ-শোভন চট্টোপাধ্যায়রা! কী ঘটল এমন? ৩১ জুলাই ফের হাজিরার নির্দেশ

Last Updated:

Narada Case: সিবিআই-এর তরফ থেকে বেশ কিছু নথি জমা দেওয়া হয়নি। আজ আদালতে সেই জায়গা থেকে এই নির্দেশ দিয়েছেন বিচারক।

কোর্টে ফিরহাদ-শোভন
কোর্টে ফিরহাদ-শোভন
কলকাতা: নারদ মামলায় ফিরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন পুলিশ সুপার এসএম মির্জাদের আগামী ৩১ জুলাই ফের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা।
সিবিআই-এর তরফ থেকে বেশ কিছু নথি জমা দেওয়া হয়নি। আজ আদালতে সেই জায়গা থেকে এই নির্দেশ দিয়েছেন বিচারক। মদন মিত্র আজ আদালতে হাজিরা দিতে আসেননি। তাঁর আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, পারিবারিক কিছু কারণে তিনি আসতে পারবেন না। আদালত সূত্রে এমনই খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, নারদা মামলায় এর আগে কলকাতায় ইডির বিশেষ আদালতে হাজিরার নির্দেশ ছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের। কিন্তু আদালতে কিছুটা দেরিতে পৌঁছান দুই তৃণমূল নেতা। ততক্ষণে এজলাসে ঢুকে গিয়েছিলেন বিচারক। আর সেই কারণেই মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন ইডি বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। বিচারক ধমকের সুরে বলেছিলেন, ''আপনারা কি ভিআইপি হয়ে গিয়েছেন? আপনাদের জন্য কি আমাকে বসে থাকতে হবে?''
advertisement
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। প্রসঙ্গত, এদিন ফিরহাদ হাকিমের পাশাপাশি হাজিরা দিতে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়ও। প্রসঙ্গত, নারদা মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়েছিল একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের। সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narada Case: আদালতে ফিরহাদ-শোভন চট্টোপাধ্যায়রা! কী ঘটল এমন? ৩১ জুলাই ফের হাজিরার নির্দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement