আরও পড়ুন: কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত জঙ্গলমহল এলাকার কেশিয়াড়ি। জঙ্গলমহলের এই এলাকার আইন-শৃঙ্খলার দায়িত্ব তার হাতে। তিনি কেশিয়াড়ি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কেশিয়াড়ি আইসি বিশ্বজিৎ হালদার। বরাবরই সুঠাম চেহারা এবং তার গম্ভীরতার কারণে সবাই তাকে রাফ এন্ড টাফ বলেই জানতেন। রাস্তায় তিনি বের হলে বেশ ভয়েই থাকত অপরাধীরা। তবে গ্রাম রক্ষা কমিটির আয়োজনে থানার কালী মন্দিরে আয়োজিত কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্য ভূমিকায় দেখা গেল তাকে। গিটারের সুরে গলা মিলালেন হিন্দি ও বাংলা গানে। বেশ কিছুক্ষণ তার গান উপভোগ করলেন সকলে। সারাদিনই ব্যস্ত থাকেন তিনি। জঙ্গলমহলের এত বড় এলাকার আইন শৃংখলার তদারকি করতে হয় তাকে। তবে তার যে এত প্রতিভা তা জানতেন না আর কেউ। এদিন আইসি বিশ্বজিৎ হালদারের প্রশংসা করেছেন সকলে।
advertisement
অন্যদিকে কম যাননি বেলদা পুলিশ মহকুমা আধিকারিক রিপন বউল। মাইক্রোফোন হাতে দেখা গেল তাকেও। মঞ্চে একদিকে কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বেলদা পুলিশ সার্কেলের সার্কেল ইন্সপেক্টর অন্যদিকে মহকুমা পুলিশ আধিকারিক। মাইক্রোফোন হাতে দারুণ দারুণ গান শোনালেন এসডিপিও। সবাই জানেন তারা পুলিশ। তাদের বোধহয়, গান-বাজনা বা সংস্কৃতি চর্চা আসে না। বরাবরই তাদের লাঠি হাতে কিংবা বন্দুক হাতে অপরাধ মোকাবিলায় কাজ করতে হয় সারাদিন। তবে এসডিপিও থেকে আইসির এমন প্রতিভা তা আগে জানত না কেশিয়াড়িবাসি।
স্বাভাবিকভাবে কালীপুজোর পরের দিন সন্ধ্যা যেন হয়ে উঠল আরও সুমধুর। দুই আধিকারিক এর গানে মেতে উঠল এদিনের সন্ধ্যা। উপভোগ করলেন সকলে।