অভিযোগের ভিত্তিতে ঘোলা থানার পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার তিন মাস পর নয়ডা এলাকা থেকে অভিযুক্ত স্বামী শ্রীকান্ত নাথকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে সন্তানকেও। অভিযোগ পালিয়ে গিয়ে নয়ডাতে একটি হোটেলে কাজ করত শ্রীকান্ত। সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ হিসেবে পুলিশি জেরায় শ্রীকান্ত শিকার করেছে যে তাদের সন্তান খরদহে একটি স্কুলে পড়াশোনা করতো। সেই স্কুলে প্রতিদিন ছেলেকে দিতে যেত মা প্রিয়াঙ্কা নাথ। কিন্তু কেন স্ত্রীকে খুন করল স্বামী?
advertisement
আরও পড়ুন: রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় স্কুলের এক অভিভাবকের সঙ্গে ভালবাসার সম্পর্ক তৈরি হয় প্রিয়াঙ্কার। আর এই কথা স্বামী জানতে পারার পর স্ত্রীকে বহুবার সাবধান করে। কিন্তু তাতে কাজ না হওয়ায় সেই জায়গা থেকে ক্ষোভের তৈরি হয়। আর তার জেরে স্ত্রীকে ঘরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্বামী শ্রীকান্ত। অভিযুক্তকে ১০ দিনের পুলিশে হেফাজত চেয়ে আজ বারাকপুর আদালতে পাঠানো হবে। আর অভিযুক্ত স্বামীর গ্রেফতার হওয়ার পর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে মৃতার পরিবারের লোকজন।