Mobile Number: আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা কত? এই সংখ্যাটি থাকলেই ‘জ্যাকপট’! হু হু করে বাড়বে ধনসম্পদ, তুঙ্গে বৃহস্পতি...ফোন নম্বরই বলে দেবে কপালের হাল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mobile Number: নিউমেরোলজি মতে মোবাইল ফোনের নম্বরের জীবনের উপর বিশেষ প্রভাব রয়েছে। বিশেষ করে মোবাইল নম্বরের শেষ ডিজিট বা শেষ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে ব্যক্তির ভাগ্য।
জীবনের একেবারে শুরু জন্মলগ্ন, জন্মদিন। আদতে সংখ‍্যা। প্রত্যেকটি দিন, তারিখ, সময় সবই সংখ‍্যা। এমনকী সর্বক্ষণের সঙ্গী মোবাইল ফোনের নম্বরটিও আসলে সংখ‍্যা। মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে রয়েছে সংখ‍্যা। সংখ‍্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী, এই সমস্ত সংখ‍্যার একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে মানব জীবনে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মোবাইল নিউমারোলজি অনুযায়ী, মোবাইল নম্বরের শেষ চারটি সংখ‍্যা খুব গুরুত্বপূর্ণ। মোবাইল নম্বর নির্বাচন করার সময় ব‍্যক্তির জন্ম সংখ্যা, ভাগ্য সংখ‍্যার সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত। তবে এক্ষেত্রে মোবাইল নিউমেরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )