Durgapur: রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে

Last Updated:

Durgapur: মর্মান্তিকভাবে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই অভিযুক্ত গৃহ শিক্ষক।

রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে
রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে
দুর্গাপুর: দুর্গাপুর স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহ শিক্ষকের। দুর্গাপুরের ধোবি ঘাট এলাকায় ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, স্ত্রীকে মর্মান্তিকভাবে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই অভিযুক্ত গৃহ শিক্ষক। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায়, গোটা এলাকায়।
স্থানীয়দের দাবি, হয় কাটারি দিয়ে অথবা ওই জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেছে অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দুর্গা দাস কর পেশায় গৃহ শিক্ষক। মৃতা স্ত্রীর নাম মুকুল কর। ঘটনার ইতিমধ‍্যে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছেন ওই মহিলাকে সব সময় হাসিমুখে দেখা যেত। কিন্তু এদিন সন্ধ্যা নামতেই বদলে যায় ছবিটা। হঠাৎ পুলিশ আসে ভিড় জমে এলাকায়। তখনই জানা যায় নিজের স্ত্রীকে খুন করেছে দুর্গা দাস কর এবং নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কী কারনে এই নির্মম হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: রক্তমাখা হাতে থানায় গৃহ শিক্ষক! বলে উঠলেন, ‘খুন করেছি’, শিউরে ওঠা কাণ্ড দুর্গাপুরে
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement