তারপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে আটকে রেখেছে বলে দাবি তাঁর। একাধিকবার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সিদ্ধার্থ। ২৫ মে তিনি শ্বশুরবাড়ি গেলে, সেখান থেকে স্ত্রীকে নিয়ে আসার পথে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ।
advertisement
সিদ্ধার্থ মণ্ডলের আরও দাবি, “আমাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছে, বৈধ কাগজপত্র রয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। তাই আইনের সাহায্য চাইছি।” অপরদিকে, স্ত্রী মৈত্রী সিংহ জানিয়েছেন, “শ্বশুরবাড়িতে আমাকে মারধর করা হয়। স্বামী কোনও প্রতিবাদ করে না। ওখানে আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছে, তাই আর সেখানে ফিরে যাব না।”
স্ত্রীকে ফিরে পেতে স্বামী ধরনায়
বিয়ের পর থেকেই মৈত্রী সিংহর সঙ্গে শ্বশুরবাড়ি সম্পর্ক খুব একটা ভাল ছিল না। একাধিকবার সালিশি বৈঠকের চেষ্টা করেও কোনও সমাধান হয়নি।
তবে পুলিশ ক্যাম্পের সামনে ধরনার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাহেবখালি ক্যাম্পের সামনে কিছুক্ষণ ভিড় জমে যায়। কেউ কেউ সিদ্ধার্থের প্রতি সহানুভূতি দেখালেও, কেউ বা স্ত্রী মৈত্রির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন। স্থানীয়রা জানিয়েছেন, মৈত্রির সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক শুরু থেকেই খুব একটা মসৃণ ছিল না। মাঝেমধ্যেই বিবাদের খবর পাওয়া যেত। বিষয়টি ঘিরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা অসন্তোষ চলছিল। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এখন দেখার, প্রশাসন ও পুলিশ মিলে এই পারিবারিক বিবাদের কী সমাধান খোঁজে। বর্তমানে স্ত্রী মৈত্রি সিংহ বাপের বাড়িতেই রয়েছেন। আর স্বামী সিদ্ধার্থ মণ্ডল নিজের সংসার ফিরে পাওয়ার আশায় থানার সামনে অপেক্ষায় বসে রয়েছেন।
Julfikar Molla