TRENDING:

South 24 Parganas News: মানুষের মল আর ফেলে দেওয়া যাবে না! এবার নতুন প্রকল্পে হবে রোজগার, চালু হল বাংলায়

Last Updated:

বর্জ্য পদার্থ হিসাবে আর বিবেচনা করা হবেনা স্টুলকে (মানব বর্জ্য)। এই স্টুল কাজে লাগবে অনেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বর্জ্য পদার্থ হিসাবে আর বিবেচনা করা হবে না স্টুলকে (মানব বর্জ্য)। এই স্টুল কাজে লাগবে অনেক। দিগম্বরপুরে সেজন্য পরীক্ষামূলকভাবে একটি মনুষ্য মল পঙ্ক নিরাপদ নিষ্পত্তি ব্যবস্থাপনা প্রকল্প খোলা হয়েছে। এই ধরণের প্রকল্প আগে এলাকায় দেখা যায়নি। দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওয়াটার ফর পিউপিলের সহযোগিতায় আনন্দধারা নির্মল উদ্যানে এই প্রকল্পের সূচনা হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ খতিয়ে দেখেছেন পাথরপ্রতিমার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সমীর কুমার জানা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।
advertisement

এই প্রকল্পের অধীনে গ্রাম পঞ্চায়েত এলাকায় ভর্তি হয়ে যাওয়া টয়লেটের ট্যাঙ্ক চিহ্নিত করা হবে। এরপর পিএলই নামে একটি যন্ত্রের সাহায্যে টয়লেটের মধ্যে থাকা তরলে কতটা জীবাণু আছে ও কি ধরনের জীবাণু আছে তা পরীক্ষা করা হবে। যদি ক্ষতিকারক জীবাণু থাকে তাকে পরিশোধন করার জন্য একটি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিকারক জীবাণু না থাকলে সেটা উত্তোলনের জন্য গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পারিশ্রমিক হিসেবে একটা চুক্তি হবে।

advertisement

আরও পড়ুন: কী এমন ঘটল গঙ্গাসাগরে! আতঙ্কে নেওয়া হচ্ছে নেদারল্যান্ডসের সাহায্য, জানলে অবাক হবেন

আরও পড়ুন: কবে চালু হবে সূর্যপুর সেতু! অবশেষে জানা গেল সেই শুভ সময়, এখন শুধু দিন কয়েকের অপেক্ষা

View More

পরে স্যাকার মেশিন দিয়ে নিচে থেকে সেটি তোলা হবে। তারপর এই কাজের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কর্মীরা সেটি তুলে গাড়িতে করে এনে বিশেষ পদ্ধতির মাধ্যমে কয়েকটা ছাকনির সাহায্যে ছেঁকে জলীয় অংশ জীবাণুমুক্ত করে একাধিক পদ্ধতির মাধ্যমে শুকনো অথবা তরল অংশ প্রসেস করে জৈব সার হিসেবে ব্যবহার করা হবে। এই ধরণের উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের করুণ অবস্থা! হাজার আলোর ভিড়ে সমাজের 'অন্ধকার' দেখবেন এই মণ্ডপে
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মানুষের মল আর ফেলে দেওয়া যাবে না! এবার নতুন প্রকল্পে হবে রোজগার, চালু হল বাংলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল