এখানেই শেষ নয়, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন ফ্লাইওভারটিরও বেহাল দশা বলেই দাবি সাধারণ যাত্রীদের। ট্রেন যাতায়াতের সময় রীতিমতো কম্পন অনুভূত হয় বলেও জানাচ্ছেন অনেকে। এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরেই দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দাদের দাবি ছিল দু’নম্বর প্লাটফর্ম সংলগ্ন টিকিট কাউন্টার, যাতায়াতের সুবিধার জন্য ও দুর্ঘটনায় এড়াতে সাবওয়ে এবং ওভারব্রিজ সংস্কার। দীর্ঘদিন ধরে সাংসদ থেকে রেলের উচ্চপদস্থ কর্তাদের জানিয়েও কোনও ফল না মেলায়, বাধ্য হয়েই আন্দোলনের পথে নামলেন এলাকার সাধারণ মানুষসহ নিত্যযাত্রীরা। বিষয়টির গুরুত্ব বোঝাতে রেল অবরোধের পথেও হাঁটেন তারা। দীর্ঘদিন ধরে এই বিষয়গুলিকে সামনে রেখে দাবি জানানো হলেও সমস্যার সমাধানে কোনরকম সদিচ্ছা দেখা যায়নি রেলের তরফে বলেই অভিযোগ। ফলে রেলপথ ব্যবহার করে যাতায়াত করা কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত করছেন সমস্যায়।
advertisement
আরও পড়ুন: স্কুলে যেতেই ছাত্রীদের ধরে ধরে করা হল এই কাজ, অভিভাবকরা জানেনই না, অথচ কত কি ধরল কর্তৃপক্ষ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামীদিনে মেট্রো চালু হলে যাত্রীদের সংখ্যা আরও বহু গুণ বাড়বে। সেক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতি না হলে রেলপথ ব্যবহার করে যাতায়াত প্রায় দুর্বিষহ হয়ে উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন ক্যান্টনমেন্ট এলাকার যাত্রীরা। অবিলম্বে এই দাবি পূরণ না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এখন দেখার মানুষের সুবিধায় রেল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন অতিরিক্ত টিকিট কাউন্টার, ওভারব্রিজ সহ সংস্কারের কাজ কতদিনে শুরু করে।
Rudra Narayan Roy