North 24 Parganas News: স্কুলে যেতেই ছাত্রীদের ধরে ধরে করা হল এই কাজ, অভিভাবকরা জানেনই না, অথচ কত কি ধরল কর্তৃপক্ষ
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
অভিভাবকদের অজান্তেই ছাত্রীদের সঙ্গে যা ঘটছে তা ধরল কর্তৃপক্ষ
উত্তর ২৪ পরগনা: ৭৫ বছরে পা দিয়েছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকার বানীপিঠ গার্লস হাই স্কুল। সারা বছর ধরেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই এবার স্কুলের ছাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হল স্কুলে। সঙ্গে থ্যালাসেমিয়া পরীক্ষাও করা হচ্ছে ছাত্রীদের, সেক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব।
স্কুল ও ক্লাবের যৌথ উদ্যোগে এদিন বিশেষ চিকিৎসক দল অশোকনগর বানীপিঠ গার্লস হাই স্কুলে হাজির হয়ে, ছাত্রীদের শারীরিক পরীক্ষা করলেন। চক্ষু পরীক্ষার মধ্যে দিয়ে যাদের চোখের সমস্যা ধরা পড়েছে তাদের চশমারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে স্কুলের তরফে। নানা সময় ছাত্রীরা পেটব্যথা, মাথাব্যথা সহ বিভিন্ন সমস্যার কথা জানান স্কুলের শিক্ষিকাদের। এরই পাশাপাশি থ্যালাসেমিয়া পরীক্ষার ক্ষেত্রে অভিভাবকদের তরফ থেকে সচেতনতা কম থাকায়, এই পরীক্ষার মধ্যে দিয়ে উঁচু ক্লাসের ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সুরক্ষার জন্যই এ ধরনের উদ্যোগ বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন বেশ কিছু ছাত্রীর চক্ষু পরীক্ষা করেও সমস্যা ধরা পড়েছে। যা তাদের অভিভাবকরাও জানে না বলেই দাবি করেন শিক্ষিকারা। ফলে ছাত্রীদের এই শারীরিক অবস্থা স্বাস্থ্য শিবিরে পরীক্ষার পর অভিভাবকদেরও জানানো হবে বলেই জানা গিয়েছে স্কুলের তরফে। ফলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দুই হাজারের মত ছাত্রীদের এই স্বাস্থ্য শিবিরে শারীরিক পরীক্ষা চলছে।
advertisement
চিকিৎসক সিদ্ধার্থ মুখার্জি জানান, “মূলত ছাত্রীদের শারীরিক সমস্যা শুনে ওষুধ দেওয়া হচ্ছে, এরই সঙ্গে থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন ও জুভেনাইল ডায়াবেটিস এই ধরনের পরীক্ষাও করা হচ্ছে। এরই সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে চোখের বিশেষ ভূমিকা থাকায়, দৃষ্টিশক্তি সংক্রান্ত পরীক্ষাও করা হচ্ছে চিকিৎসকদের তরফে। আগামী দিনে যাতে ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম শারীরিক ব্যাঘাত না ঘটে তাই স্কুলের তরফে এমন স্বাস্থ্য শিবিরের আয়োজনে খুশি অভিভাবকরাও।”
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2025 3:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: স্কুলে যেতেই ছাত্রীদের ধরে ধরে করা হল এই কাজ, অভিভাবকরা জানেনই না, অথচ কত কি ধরল কর্তৃপক্ষ






