Bibhutibhushan Wildlife Sanctuary: বনগাঁতে রয়েছে এই গভীর জঙ্গল! হরিণ, নদী আরও কত কী! এবার বিনামূল্যে ঘোরা যাবে এই জঙ্গল

Last Updated:
Bibhutibhushan Wildlife Sanctuary: কলকাতার কাছেই রয়েছে এই অভয়ারণ্য! এখানে এবার বিনামূল্যে ঘোরা যাবে! জানুন বিস্তারিত
1/6
এখন থেকে বিনামূল্যেই ভ্রমণ করা যাবে সীমান্তবর্তী এলাকায় বিভূতিভূষণের নামান্তকৃত অভয়ারণ্য পারমাদান বা বিভূতিভূষণ অভয়ারণ্য
এখন থেকে বিনামূল্যেই ভ্রমণ করা যাবে সীমান্তবর্তী এলাকায় বিভূতিভূষণের নামান্তকৃত অভয়ারণ্য পারমাদান বা বিভূতিভূষণ অভয়ারণ্য
advertisement
2/6
ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমায় মঙ্গলগঞ্জ নীলকুঠি সহ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে পারমাদান ফরেস্ট
ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমায় মঙ্গলগঞ্জ নীলকুঠি সহ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে পারমাদান ফরেস্ট
advertisement
3/6
জঙ্গলের বুনো গন্ধ, নদীর জলের ছলাৎছলাৎ, সবুজে মোড়া প্রকৃতি, নির্জন পরিবেশে সারাদিন ধরে নানা পাখির ডাক পৌঁছে দেয় অনবদ্য এক প্রকৃতির কোলে
জঙ্গলের বুনো গন্ধ, নদীর জলের ছলাৎছলাৎ, সবুজে মোড়া প্রকৃতি, নির্জন পরিবেশে সারাদিন ধরে নানা পাখির ডাক পৌঁছে দেয় অনবদ্য এক প্রকৃতির কোলে
advertisement
4/6
প্রতিবছরই তাই বহু পর্যটক এই ফরেস্ট ভ্রমণে আসেন বনগাঁয়। ১০০ টাকা টিকিট মূল্য বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ এর টিকিট থাকলেও, বর্তমানে সেই প্রবেশ মূল্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে
প্রতিবছরই তাই বহু পর্যটক এই ফরেস্ট ভ্রমণে আসেন বনগাঁয়। ১০০ টাকা টিকিট মূল্য বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ এর টিকিট থাকলেও, বর্তমানে সেই প্রবেশ মূল্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে
advertisement
5/6
এখানে আসলে দেখতে পাবেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হরিণ, দেখতে পারবেন বহু প্রজাতির পাখি।  রয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদের গাছ, যা এখন সচরাচর দেখা যায় না বললেই চলে। পাখিদের কিচিরমিচির শব্দ এবং অভয়ারণ্যের নিস্তব্ধতা যেন একটা অন্য অ্যাডভেঞ্চার তৈরি করে
এখানে আসলে দেখতে পাবেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হরিণ, দেখতে পারবেন বহু প্রজাতির পাখি। রয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদের গাছ, যা এখন সচরাচর দেখা যায় না বললেই চলে। পাখিদের কিচিরমিচির শব্দ এবং অভয়ারণ্যের নিস্তব্ধতা যেন একটা অন্য অ্যাডভেঞ্চার তৈরি করে
advertisement
6/6
তাই অবসর সময় হোক বা ছুটির দিন চাইলে একদিনের জন্য বন্ধুবান্ধব অথবা পরিবারকে নিয়ে ঘুরে আসতেই পারেন পারমাদান ফরেস্ট এ
তাই অবসর সময় হোক বা ছুটির দিন চাইলে একদিনের জন্য বন্ধুবান্ধব অথবা পরিবারকে নিয়ে ঘুরে আসতেই পারেন পারমাদান ফরেস্ট এ
advertisement
advertisement
advertisement