TRENDING:

Hs Exam: উচ্চ মাধ্যমিকের পরীক্ষার শেষ দিনে অবাক চিত্র মুর্শিদাবাদে, রাস্তায় কী উড়ল ওগুলো! কী অবস্থা!

Last Updated:

Hs Exam: মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্যে সড়কের ওপর জীবন্তি, মহালন্দি সহ বেশ কিছু এলাকায় পরীক্ষা শেষ করেই এই চিত্র দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আজ উচ্চ মাধ্যমিকের শেষ দিনের ছিল পরীক্ষা, ভূগোল এমনকি স্ট্যাটিস্টিক্স পরীক্ষা ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে রাস্তার ওপর দিয়ে মটর বাইকের চেপে যেতে নকল ওড়াতে ওড়াতে বাড়ি ফিরল উচ্চ মাধ্যমিকের বেশ কিছু পরীক্ষার্থী। মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্যে সড়কের ওপর জীবন্তি, মহালন্দি সহ বেশ কিছু এলাকায় পরীক্ষা শেষ করেই এই চিত্র দেখা যায়।
advertisement

যারা দেশের ভবিষ্যৎ, তাদের নিজেদের জীবনের দ্বিতীয় সব থেকে বড় পরীক্ষায় এরকম ভাবে নকল পত্র রাস্তায় ওড়ানোর ঘটনায় হতবাক সাধারণ মানুষ। তবে প্রশ্ন থাকছে এত আটো সাঁটো নিরাপত্তার মধ্যে কীভাবে নকল পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করছে পড়ুয়ারা এবং তারা যে নকল করেছে পরীক্ষায় সেটি জানানোর জন্যই কি বাড়ি ফেরার সময় জনসম্মুখে নকল পত্র ওড়াতে ওড়াতে বাড়ি ফিরছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা?

advertisement

আরও পড়ুন: ৩০ ফেব্রুয়ারি! হ্যাঁ, এই দিনটিও এসেছে পৃথিবীতে! কবে জানেন তো? শুনলে যেন আকাশ থেকে পড়বেন

শিক্ষা কি আদৌ তাদের প্রাপ্তি হচ্ছে? নাকি নকলের উপর ভরসা করেই ভবিষ্যতের ভীত তৈরি হচ্ছে? প্রশ্ন থাকছে বিস্তর! এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ”আমরা এই ছবি দেখে মর্মাহত। যারা মটর বাইক চালাচ্ছেন, তাদের কোনও লাইসেন্স নেই। অন্যদিকে এই কাগজ ছিটিয়ে বাড়ি ফেরা এটা ভবিষ্যতের জন্য খারাপ দিক।”

advertisement

আরও পড়ুন: ‘এখানে বাড়ি নিচ্ছেন না কেন?’ পার্থ মামলায় হঠাৎ মন্তব্য বিচারপতির! কী এমন ঘটল?

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয় বৃহস্পতিবার। কিন্তু পরীক্ষার শেষ দিনে এই চিত্র দেখা যেতেই নিন্দার ঝড় এখন সর্বত্রই। ছাত্রছাত্রীদের এহেন কর্মকাণ্ডে পড়াশুনোর মান নিয়ে প্রশ্ন করেছেন সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

—– কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hs Exam: উচ্চ মাধ্যমিকের পরীক্ষার শেষ দিনে অবাক চিত্র মুর্শিদাবাদে, রাস্তায় কী উড়ল ওগুলো! কী অবস্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল