Partha Chatterjee News: 'এখানে বাড়ি নিচ্ছেন না কেন?' পার্থ মামলায় হঠাৎ মন্তব্য বিচারপতির! কী এমন ঘটল?
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Partha Chatterjee News: নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে CBI রিপোর্ট তলব করেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি জামিন মামলায় সিবিআই-কে স্থায়ী বাড়ি নেওয়ার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। বৃহস্পতিবার শুনানির সময় সিবিআই-কে উদ্দেশ্য করে বিচারপতি বাগচী বলেন, ”আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না? নেওয়া উচিত। আপনাদের হাতে তো হাজারের ওপর মামলা আছে, নাকি?” সেই সময় সিবিআইয়ের আইনজীবী জানান, ৫০০-র বেশি মামলা আছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে CBI রিপোর্ট তলব করেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতে কবে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হবে? কবে শেষ হবে? হলফনামা দিয়ে তা জানান, CBI-কে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
advertisement
advertisement
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যেও বিচারপতি বলেন, ”সিবিআই অভিযোগ আনছে, আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে? নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হত? সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখে জানান।” পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির। ২৩ শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 29, 2024 4:54 PM IST










