এই সমস্ত রোগ নিয়ন্ত্রণ করতে সারা বছর একেবারে সামনে থেকে কাজ করে চলেছে ভিবিডিসি কর্মীরা। হাওড়া সাঁকরাইল ব্লকের অন্তর্গত দক্ষিণ সাঁকরাইল এলাকায় সাধারণ মানুষের দ্বারা একজন ভিবিডিসি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় জেলার ফিল্ড কর্মীদের মধ্যে আতঙ্কের ছায়া। যদিও ওই ঘটনায় অন্যায়কারীকে উপযুক্ত শাস্তি দিতে সাঁকরাইল ব্লক, থানা এবং পঞ্চায়েত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এবার সমস্ত কর্মীরা যাতে সুরক্ষিতভাবে দায়িত্ব পালন এবং তাদের কাজ করতে পারে। সে বিষয়ে কর্মীদের সুরক্ষার স্বার্থে করা পদক্ষেপ হাওড়া জেলা পরিষদের।
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলে ইলিশ, মাংস আরও কত কী! ভাত, ডালের একঘেমেয়ি কাটিয়ে চেটেপুটে ভুরিভোজ, কোথায় জানুন
প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ভিআরপি, ভিএসটি, ভিসিটি অর্থাৎ ভিবিডিসি’র একটি দল রয়েছে। যার মধ্যে ১০-১২ জন ভিবিডিসি কর্মী থাকেন। সারা বছর মানুষকে সুরক্ষিত রাখতে এলাকায় ঘুরে কাজ করে থাকেন। হাওড়া সাঁকরলের ঘটনার পর ভিবিডিসি কর্মীরা জানায় তারা দারুণ ভাবে আতঙ্কিত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারি সহ-সভাপতি অজয় ভট্টাচার্য জানান, হাওড়া জেলায় এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। সাঁকরাইলের এই ঘটনায় অন্যায়কারীকে পুলিশ গ্রেফতার করেছে। এই ধরনের কাজ আর দ্বিতীয় না হয়। সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





