Ilish: মিড ডে মিলে ইলিশ, মাংস আরও কত কী! ভাত, ডালের একঘেমেয়ি কাটিয়ে চেটেপুটে ভুরিভোজ, কোথায় জানুন

Last Updated:

এবার স্কুলের বাচ্চাদের পাতে ইলিশ পরিবেশন করতে দেখা গেল ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে মহাশয়কে। ভাতের থালা দেওয়া, ভাত বাড়া থেকে তরকারি পরিবেশন সবকিছু নিজে হাতে করেছেন তিনি।

+
পাতে

পাতে ইলিশ দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার 

মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার স্কুলের বাচ্চাদের পাতে ইলিশ পরিবেশন করতে দেখা গেল ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে মহাশয়কে। ভাতের থালা দেওয়া, ভাত বাড়া থেকে তরকারি পরিবেশন সবকিছু নিজে হাতে করেছেন তিনি। আসলে শিক্ষক দিবসকে মাথায় রেখে মহেশতলার চক চান্দুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও অনেক সরকারি আধিকারিক, পুলিশের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মিড-ডে মিল কর্মসূচির মনিটরিং প্রোগ্রামে গিয়েছিলেন তাঁরা।
সেখানে গিয়ে একেবারে খুদে শিশুদের সঙ্গে মিশে সময় কাটান তাঁরা। ওই বিদ্যালয়ে প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী রয়েছেন। এছাড়াও সেখানে বাচ্চাদের জন্মদিন পালনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পড়ুয়াদের পাতে ইলিশ ছাড়াও ছিল মাংস, আইসক্রিম, মিষ্টি সহ আরও অনেক কিছু। এই কর্মসূচি নিয়ে খুশি সকলেই।
advertisement
advertisement
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, শিশুদের মাঝে সময় কাটাতে পেরে খুবই ভাল‌ লাগছে। মেনুতে ইলিশ সহ আরও অন্যান্য পদ ছিল যাতে বাচ্চাদের হাসিটা আরও চওড়া হয়েছে। বাচ্চাদের আনন্দে সামিল হওয়ার থেকে বেশি আর লাভজনক কিছু হতে পারে না বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কর্মসূচির সঙ্গে মিড-ডে মিল প্রোগ্রামের মনিটরিং হয়েছে। ফলে সবকিছু নিয়ে এলাকার বাসিন্দারা খুবই খুশি। তবে মিড ডে মিলের মেনুতে এই ইলিশ পেয়ে সবথেকে বেশি খুশি ছাত্র-ছাত্রীরাই। তাদের মাঝে উপস্থিত থাকতে পেরে খুশি আধিকারিকরাও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ilish: মিড ডে মিলে ইলিশ, মাংস আরও কত কী! ভাত, ডালের একঘেমেয়ি কাটিয়ে চেটেপুটে ভুরিভোজ, কোথায় জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement