পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারতেই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়াই। তড়িঘড়ি জড়ো হন স্থানীয়রা। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন: ২০২৬-এ কতটা সচেতন থাকতে হবে মীন রাশির জাতক-জাতিকাদের! জানালেন জ্যোতিষী সুদীপ শাস্ত্রি
advertisement
ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত বেলতলা এলাকায়। দুর্ঘটনা ঘটতে ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটগামী লেন যান চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে ট্রাক চালককে উদ্ধার করে। ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয় বলে জানা গেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ দেহটি উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার কারণে কোলাঘাটগামী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়কের যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। উদ্ধার করতে বেশ কিছুটা সময় লাগে। ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটগামী লেন বেশ কিছুক্ষণ যান চলাচলে সমস্যা দেখা দেয়। পরে পুলিশের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে জাতীয় সড়কের যান চলাচল। তবে বারবার এমন দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে অনেক।






