বুধবার সকালে বাঁকড়ার গ্যাস গোডাউনে ডেলিভারি বয় হাজির হতেই দেখেন গোডাউনে তালা ভাঙা। রাতে চুরির ঘটনা বলেই অনুমান। দোকানের শাটারের তালা ভাঙা দেখে দোকান মালিককে খবর দেন ডেলিভারি ম্যান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
আরও পড়ুন: সাইকেলের পিছনে ধাক্কা দ্রুতগতির বাইকের! মুহূর্তে সব শেষ হুগলিতে, শোকে বিহ্বল পরিবার-পরিজন
advertisement
জানা যায়, ওই গ্যাস দোকান তথা গোডাউনের সাটারের তালা ভেঙে ড্রয়ার থেকে প্রায় চার লক্ষ টাকারও বেশি নগদ এবং একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে এলাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডেলিভারি ম্যান আহাদ মণ্ডল জানান, “অন্যান্য দিনের মতো এদিন সকালে গোডাউনে গ্যাস সিলিন্ডার দিতে এসে দেখি তালা ভাঙা গোডাউনের শাটার কিছুটা তোলা। ফোনে সমস্ত ঘটনা ম্যানেজার এবং ক্যাশিয়ারকে। ভিতরে প্রবেশ করতে দেখা যায়, টাকার ড্রয়ারও ভাঙা। কিছুক্ষণের মধ্যেই এত এত টাকা চুরির বিষয়টি জানা যায়।”






