Hooghly News: সাইকেলের পিছনে ধাক্কা দ্রুতগতির বাইকের! মুহূর্তে সব শেষ হুগলিতে, শোকে বিহ্বল পরিবার-পরিজন

Last Updated:

Hooghly News: দ্রুত গতির মোটর বাইকের ধাক্কায় নিমেষেই সব শেষ। চন্দননগরের ভদ্রেশ্বরের কৃষ্ণবাটি এলাকায় বেপরোয়া গতির বলি হলেন এক সাইকেল আরোহী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক প্রামানিক (৫৫)।

চন্দননগরে পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর 
চন্দননগরে পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর 
চন্দননগর, হুগলি: দ্রুত গতির মোটর বাইকের ধাক্কায় নিমেষেই সব শেষ। চন্দননগরের ভদ্রেশ্বরের কৃষ্ণবাটি এলাকায় বেপরোয়া গতির বলি হলেন এক সাইকেল আরোহী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক প্রামানিক (৫৫)।
স্থানীয় সূত্রে খবর, সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা তিন যুবকের একটি বাইক সজোরে তাঁকে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় অশোকবাবু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর হয়ে মাথায় আঘাত পান। পরিবারের দাবি, ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। এমন মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষেরা ভারাক্রান্ত, কান্নার রোল বইছে এলাকায়। পাশাপাশি এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। বেপরোয়া বাইক চালানো নিয়ে ফের প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মৃতের ভাইপো সৌরভ প্রামানিক জানিয়েছেন, সাইকেল নিয়ে ভদ্রেশ্বরে দিকে যাচ্ছিলেন। আর তখনই তিনজন মদ্যপ অবস্থায় যুবক মোটর বাইক নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় সাইকেল আরোহীকে ধাক্কা দিলে কিছুটা দূরে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৫ বছর বয়সী অশোক প্রামানিকের। মোটর সাইকের গতি নিয়ন্ত্রণে আনার দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবার সহ এলাকার বাসিন্দারা ।বুধবার দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলেই জানা গিয়েছে। যদিও চন্দননগর পুলিশ কমিশনারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করণ করা শুরু হয়েছে। কীভাবে মৃত্যু হল তাও খতিয়ে দেখা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সাইকেলের পিছনে ধাক্কা দ্রুতগতির বাইকের! মুহূর্তে সব শেষ হুগলিতে, শোকে বিহ্বল পরিবার-পরিজন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না

  • সপ্তাহান্তে পারদপতন

  • থাকবে কুয়াশার দাপটও

VIEW MORE
advertisement
advertisement