প্রকল্প আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার শিবির। গত কয়েক বছরে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলা জুড়ে। যেখানে সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। সাধারণত, এই দুয়ারে সরকার শিবিরগুলিতে বিভিন্ন পরিষেবা পেতে ফর্ম জমা বা আবেদন করতে আসেন মানুষ। তবে গ্রামীণ হাওড়ার আমতা- ২ ব্লকের তাজপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য ছবি। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া এবং প্রকল্পের আবেদন করতে আসা মহিলারা দুয়ারে সরকার শিবিরে সাজিয়ে রাখা লক্ষ্মীর ভাণ্ডারে স্ব- ইচ্ছায় কিছু টাকা জমা করলেন। তাঁরা চান, পঞ্চায়েতের আরও উন্নয়নমূলক কাজ হোক। সেই উদ্দেশ্য নিয়ে নিজেরাই অনুদান ভরে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারে।
advertisement
তাজপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান গোলাম খাঁ জানান, মানবিক মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য প্রকল্পগুলি খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে মহিলারা। মহিলারা খুশি হয়ে অল্প অল্প অনুদান তুলে দিচ্ছেন উন্নয়নের জন্য। এই টাকা অল্প হলেও আমরা উন্নয়নমূলক কাজে লাগাব।
রাকেশ মাইতি





