TRENDING:

Howrah News: হাওড়ার সোনার ছেলে কুশল! কিন্তু কী দুশ্চিন্তায় দিন কাটছে, পাশে দাঁড়ানোর আর্জি

Last Updated:

Howrah News: পুষ্প স্তবক ও মিষ্টিমুখে বরণ করা হয় সোনার ছেলেকে। তাঁর বাড়িতে হাজির স্থানীয় প্রধান এবং পঞ্চায়েতের সদস্য ও বিশিষ্ট জনরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সোনা জয়ের আনন্দ ফিকে ঋণের দায়ে! আবারও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নে সফল কুশল ঘোষ। দুবাইয়ে অনুষ্ঠিত ' আন্তর্জাতিক বিধোকান কাপ ' প্রতিযোগিতায় ৮০ কেজি বিভাগে সোনা জয় করে ঘরে ফিরল হাওড়ার কুশল। তার এই সোনা জয়ের আনন্দে মেতেছে পরিবার, পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন খুশি। সোনা জয় করে বাড়িতে ফিরেছে।
advertisement

পুষ্প স্তবক ও মিষ্টিমুখে বরণ করা হয় সোনার ছেলেকে। তাঁর বাড়িতে হাজির স্থানীয় প্রধান এবং পঞ্চায়েতের সদস্য ও বিশিষ্ট জনরা। সোনার ছেলে ঘরে ফিরতে বাড়িতে উৎসবের আমেজ।তবে এই উৎসব আনন্দ অনেকটাই ফিকে করেছে ঋণের দায়। দেশে ও বিদেশে ক্যারাটে প্রতিযোগিতায় সফল কুশল। এই সফলতায় তাকে আরও বেশি করে স্বপ্ন দেখাচ্ছে।

advertisement

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা

কুশল এবং তাঁর পরিবারের স্বপ্ন দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করা। কুশল জানায়, আরও অনেকটা পথ চলা বাকি। অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতা স্বপ্ন পূরণ করতে চাই। তবে স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ সংকট।এবার দুবাইয়ে অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রায় অনিশ্চিত ছিল।

advertisement

আরও পড়ুন: 'দাঁড়াও, শরীরে কী বাঁধা আছে, দেখি?' জামা খোলাতেই যা মিলল, চক্ষু চড়কগাছ BSF-এরও

কুশলের মা পম্পা ঘোষ জানায়, দুবাইয়ে পাড়ি দেওয়ার আগের দিন পর্যন্ত মাথায় ছিল টাকা জোগাড় করার দুশ্চিন্তা। তবে এবার কিছু সহৃদয় মানুষ অর্থনৈতিক সহযোগিতা করেছেন। কিন্তু আগামিদিনে আরও অনেক খরচ। কীভাবে ছেলে সামনের দিকে এগোবে, টাকা জোগাড় করা কতটা সম্ভব হবে জানি না। ওকে বিদেশে পাঠাতে দু বছর আগে নেওয়া হয়েছিল ঋণ। সেই ঋণ এখনও শোধ করতে বাকি রয়েছে। ছেলের সফলতার মাঝেও চিন্তা বাড়াচ্ছে ঋণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

-----রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ার সোনার ছেলে কুশল! কিন্তু কী দুশ্চিন্তায় দিন কাটছে, পাশে দাঁড়ানোর আর্জি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল