পুষ্প স্তবক ও মিষ্টিমুখে বরণ করা হয় সোনার ছেলেকে। তাঁর বাড়িতে হাজির স্থানীয় প্রধান এবং পঞ্চায়েতের সদস্য ও বিশিষ্ট জনরা। সোনার ছেলে ঘরে ফিরতে বাড়িতে উৎসবের আমেজ।তবে এই উৎসব আনন্দ অনেকটাই ফিকে করেছে ঋণের দায়। দেশে ও বিদেশে ক্যারাটে প্রতিযোগিতায় সফল কুশল। এই সফলতায় তাকে আরও বেশি করে স্বপ্ন দেখাচ্ছে।
advertisement
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা
কুশল এবং তাঁর পরিবারের স্বপ্ন দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করা। কুশল জানায়, আরও অনেকটা পথ চলা বাকি। অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতা স্বপ্ন পূরণ করতে চাই। তবে স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ সংকট।এবার দুবাইয়ে অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রায় অনিশ্চিত ছিল।
আরও পড়ুন: 'দাঁড়াও, শরীরে কী বাঁধা আছে, দেখি?' জামা খোলাতেই যা মিলল, চক্ষু চড়কগাছ BSF-এরও
কুশলের মা পম্পা ঘোষ জানায়, দুবাইয়ে পাড়ি দেওয়ার আগের দিন পর্যন্ত মাথায় ছিল টাকা জোগাড় করার দুশ্চিন্তা। তবে এবার কিছু সহৃদয় মানুষ অর্থনৈতিক সহযোগিতা করেছেন। কিন্তু আগামিদিনে আরও অনেক খরচ। কীভাবে ছেলে সামনের দিকে এগোবে, টাকা জোগাড় করা কতটা সম্ভব হবে জানি না। ওকে বিদেশে পাঠাতে দু বছর আগে নেওয়া হয়েছিল ঋণ। সেই ঋণ এখনও শোধ করতে বাকি রয়েছে। ছেলের সফলতার মাঝেও চিন্তা বাড়াচ্ছে ঋণ।
-----রাকেশ মাইতি