সহজ সরল শৈশব আনন্দে বুঁদ হয়ে থাকত এই সমস্ত খেলনা হাতে পেয়ে। এবার হারিয়ে যাওয়া খেলনার মধ্যে দিয়ে সেকালের সেই শৈশব ধরা দিল একালে। কাগজের কুমির এ’যুগের শৈশবকেও আকৃষ্ট করছে। শুধু বিকোচ্ছে এমন ব্যাপার নয়, বিক্রেতা জানাচ্ছেন, চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে এই খেলনা। শিশু থেকে বৃদ্ধ সকলের নজর আকৃষ্ট। প্রবীণরাও এই খেলনা দেখে ক্ষণিকের জন্য শৈশব ফিরে পাচ্ছেন।
advertisement
বড় বড় খেলনার দোকানের সামনে ফুটপাতে কাগজের কুমির বিক্রি হচ্ছে দেদারে। পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়ে পড়ছে সেখানে, দেখছেন, কিনছেন। শিশুদের মধ্যে এই খেলনা ঘিরে ভীষণ উৎসাহ।
খবরের কাগজ ভাঁজ করে রং দেওয়া হয়েছে উপর থেকে। সেই সঙ্গে শক্ত কাগজ কাটিং করে তৈরি কুমিরের মাথা। সূক্ষ্ম সুতো,মাটির চাকা আর গার্ডার ফিটিং করলে তৈরি কাগজের চলন্ত কুমির।
বিক্রেতা জানান, পুরনো দিনের এই খেলনার গত কয়েক বছরে চাহিদা বেড়েছে। সারা বাংলা জুড়ে এই কাগজের তৈরি খেলনার চাহিদা রয়েছে। হাওড়ার সিদ্ধেশ্বরে দেখা গেল মাত্র কুড়ি টাকার খেলনায় মাতোয়ারা শিশুরা।
রাকেশ মাইতি





