TRENDING:

Howrah News: এবার মহিলা পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বোটানিক্যাল গার্ডেনে!

Last Updated:

Howrah News: হাওড়ার বোটানিক্যাল গার্ডেন সারা বছর দেশের মানুষের আকর্ষণ থাকে, বিরল উদ্ভিদ এবং প্রাকৃতিক সৌন্দর্য করতে সমস্ত বয়সের মানুষ ছুটে আসেন, এবার মহিলা ও শিশুদের জন্য বিশেষ উদ্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: এবার মহিলা পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বোটানিক্যাল গার্ডেনে! হাওড়ার বোটানিক্যাল গার্ডেন মানে ২৭০ বছর প্রাচীন পৃথিবী বিখ্যাত বটগাছ। বোটানিক্যাল গার্ডেন মানে বিশাল পাতার জলজ ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম সহ হাজারও বিরল উদ্ভিদ। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই উদ্ভিদ উদ্যানে এসে হাজির হয়।জানা যায় এটি ইংল্যান্ডের একটি গার্ডেনের অনুকরণে তৈরি হয়েছিল। একসময় এই গার্ডেন কোম্পানির বাগান নামে পরিচিত ছিল। একাধিকবার নাম পরিবর্তন হয়ে বর্তমানে আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যান নামে পরিচিত।
advertisement

সারা বছর অসংখ্য মানুষের উপস্থিত হয়, শিশু থেকে বৃদ্ধ সকলের আকর্ষণে এই উদ্যান। এই উদ্যানে পর্যটকদের আকর্ষিত করতে নানা ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নানা ভাবে মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে এখানে। এবার সঙ্গে মহিলা ও শিশুদের দিক গুরুত্ব রেখে ভাবনার বোটানিক্যাল গার্ডেন মহিলা শৌচালয় এবং শিশুকে দুগ্ধপানের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

কয়েক বছরে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন নানা দিক থেকে সংযোজন যা আরও বেশি করে পর্যটকদের আকর্ষণ বেড়েছে। যেমন প্রকৃতির পথ, বনজ ফলের বাগান, জলজ উদ্ভিদ বিভাগ, ভেষজ উদ্যান, গোলাপবাগন। এছাড় ২০২৪ সালের শেষ দিকে একগুচ্ছ পরিকল্পনা। কিংস লেকে পুনরায় বোটিং পরিষেবা। পর্যটকদের সুবিধার্থে ব্যাটারি যানবাহনে চড়ে সমগ্র উদ্যান ঘুরে বেড়ানোর সুবিধা। উদ্যানের মধ্যে রেস্টুরেন্ট এ খাবার সুবিধা। এরমধ্যে সর্বাধিক আকর্ষণের চায়ের বাগিচ।

advertisement

View More

আরও পড়ুন: Kolkata Fire: কলকাতায় জোড়া অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে পার্ক সার্কাস স্টেশন, নারকেলডাঙ্গার বস্তিতেও ভয়ঙ্কর আগুন

আরও পড়ুন: Alchohol: মদ্যপানের পর ‘অ্যালকোহল’ কতক্ষণ পর্যন্ত ধরা পড়ে ‘ইউরিন’ ও’ব্রেথ টেস্ট’-এ? শরীর থেকে মদ সম্পূর্ণ বার হতে কতক্ষণ লাগে? পড়ুন

বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছের খুব কাছেই চা’য়ের বাগিচা গড়ে তোলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি মহিলা পর্যটকদের সুবিধার্থে শৌচালয় এর সুব্যবস্থা এবং মা ও শিশুর সুবিধার্থে ফিডিং জন ( শিশু মাতৃদুগ্ধ পানের) সুরক্ষিত ঘর। যা দারুণভাবে পর্যটকদের সুবিধা প্রদান করবে।এ প্রসঙ্গে উদ্যান অধিকর্তা দেবেন্দ্র সিং জানান, এতে মহিলাদের দারুন সুবিধা হবে। দীর্ঘদিনের পরিকল্পনা এবং বহু পর্যটক এর আবেদনেই এই সিদ্ধান্ত বলেই তিনি জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এবার মহিলা পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বোটানিক্যাল গার্ডেনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল