সারা বছর অসংখ্য মানুষের উপস্থিত হয়, শিশু থেকে বৃদ্ধ সকলের আকর্ষণে এই উদ্যান। এই উদ্যানে পর্যটকদের আকর্ষিত করতে নানা ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নানা ভাবে মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে এখানে। এবার সঙ্গে মহিলা ও শিশুদের দিক গুরুত্ব রেখে ভাবনার বোটানিক্যাল গার্ডেন মহিলা শৌচালয় এবং শিশুকে দুগ্ধপানের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
কয়েক বছরে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন নানা দিক থেকে সংযোজন যা আরও বেশি করে পর্যটকদের আকর্ষণ বেড়েছে। যেমন প্রকৃতির পথ, বনজ ফলের বাগান, জলজ উদ্ভিদ বিভাগ, ভেষজ উদ্যান, গোলাপবাগন। এছাড় ২০২৪ সালের শেষ দিকে একগুচ্ছ পরিকল্পনা। কিংস লেকে পুনরায় বোটিং পরিষেবা। পর্যটকদের সুবিধার্থে ব্যাটারি যানবাহনে চড়ে সমগ্র উদ্যান ঘুরে বেড়ানোর সুবিধা। উদ্যানের মধ্যে রেস্টুরেন্ট এ খাবার সুবিধা। এরমধ্যে সর্বাধিক আকর্ষণের চায়ের বাগিচ।
বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছের খুব কাছেই চা’য়ের বাগিচা গড়ে তোলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি মহিলা পর্যটকদের সুবিধার্থে শৌচালয় এর সুব্যবস্থা এবং মা ও শিশুর সুবিধার্থে ফিডিং জন ( শিশু মাতৃদুগ্ধ পানের) সুরক্ষিত ঘর। যা দারুণভাবে পর্যটকদের সুবিধা প্রদান করবে।এ প্রসঙ্গে উদ্যান অধিকর্তা দেবেন্দ্র সিং জানান, এতে মহিলাদের দারুন সুবিধা হবে। দীর্ঘদিনের পরিকল্পনা এবং বহু পর্যটক এর আবেদনেই এই সিদ্ধান্ত বলেই তিনি জানান।
রাকেশ মাইতি





