TRENDING:

West Bengal Tourism: দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন পর্যটকদের 'হটফেভারিট'!

Last Updated:

West Bengal Tourism: রামগড় চাতালে বিকেল হলেই মানুষের ভিড়। দূর-দূরান্ত থেকে মানুষ আসেন প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। একবার দেখলে আপনিও ভুলতে পারবেন না...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের রামগড় চাতাল বিকেল হলেই সেখানে নামে মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে।
advertisement

মাঠের মাঝখান থেকে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক,আর রাজ্য সড়কে রামগড় চাতালে পড়ন্ত বিকেলে সূর্যর আলো আর ঠান্ডা বাতাস উপভোগ করতে আসে অনেকেই। সেই সঙ্গে তরুণ-তরুণীদের ছবি তোলার হিড়িক।

রামগড় চাতাল হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই স্থানটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত। বিকেল হলেই এখানে মানুষের ভিড় জমে ওঠে, দূর-দূরান্ত থেকে মানুষ আসে এই স্থানটি দেখতে।

advertisement

আরও পড়ুন: ভারতীয় রেলের বড় প্ল্যান! অত্যন্ত প্রয়োজনীয় এই জায়গায় এবার আরও বাড়বে রেল সংযোগ! লাখ-লাখ মানুষের মুখে হাসি

View More

রামগড় চাতালের বিশেষত্ব হল এখানকার সূর্যাস্তের দৃশ্য। পড়ন্ত বিকেলে সূর্যের আলো যখন মাঠের মাঝখান দিয়ে যাওয়া ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে পড়ে, তখন তা এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। এই দৃশ্য উপভোগ করতে অনেকেই এখানে আসেন। এছাড়াও, রাস্তার পাশে থাকা দোকানগুলোতে খাওয়া-দাওয়া করারও সুযোগ রয়েছে।

advertisement

আরও পড়ুন: রাতে উঠবেন, সকালে ভুটান! এবার ট্রেনেই বিদেশ-ভ্রমণের সুবিধা দিচ্ছে ভারতীয় রেল, বিশদে জানুন

রামগড় চাতালে ছবি তোলারও প্রচুর সুযোগ রয়েছে। অনেকেই এখানে এসে সূর্যাস্তের দৃশ্য, মাঠের সবুজ ঘাস, এবং রাজ্য সড়কের দৃশ্য নিয়ে ছবি তোলেন। এই স্থানটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত, এবং এটি পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

রামগড় চাতালের কিছু বৈশিষ্ট্য হল এখানকার সূর্যাস্তের দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। সর্বোপরী পশ্চিম মেদিনীপুর জুড়ে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। তার মধ‍্যে রামগড় চাতাল একটি। এখন মানুষের ভিড় হয় এই চাতালে। আসতে আসতে আরও ছড়িয়ে পরছে রামগড় চাতালের কথা।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Bengal Tourism: দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন পর্যটকদের 'হটফেভারিট'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল