মাঠের মাঝখান থেকে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক,আর রাজ্য সড়কে রামগড় চাতালে পড়ন্ত বিকেলে সূর্যর আলো আর ঠান্ডা বাতাস উপভোগ করতে আসে অনেকেই। সেই সঙ্গে তরুণ-তরুণীদের ছবি তোলার হিড়িক।
রামগড় চাতাল হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই স্থানটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত। বিকেল হলেই এখানে মানুষের ভিড় জমে ওঠে, দূর-দূরান্ত থেকে মানুষ আসে এই স্থানটি দেখতে।
advertisement
রামগড় চাতালের বিশেষত্ব হল এখানকার সূর্যাস্তের দৃশ্য। পড়ন্ত বিকেলে সূর্যের আলো যখন মাঠের মাঝখান দিয়ে যাওয়া ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে পড়ে, তখন তা এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। এই দৃশ্য উপভোগ করতে অনেকেই এখানে আসেন। এছাড়াও, রাস্তার পাশে থাকা দোকানগুলোতে খাওয়া-দাওয়া করারও সুযোগ রয়েছে।
আরও পড়ুন: রাতে উঠবেন, সকালে ভুটান! এবার ট্রেনেই বিদেশ-ভ্রমণের সুবিধা দিচ্ছে ভারতীয় রেল, বিশদে জানুন
রামগড় চাতালে ছবি তোলারও প্রচুর সুযোগ রয়েছে। অনেকেই এখানে এসে সূর্যাস্তের দৃশ্য, মাঠের সবুজ ঘাস, এবং রাজ্য সড়কের দৃশ্য নিয়ে ছবি তোলেন। এই স্থানটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত, এবং এটি পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান।
রামগড় চাতালের কিছু বৈশিষ্ট্য হল এখানকার সূর্যাস্তের দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। সর্বোপরী পশ্চিম মেদিনীপুর জুড়ে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। তার মধ্যে রামগড় চাতাল একটি। এখন মানুষের ভিড় হয় এই চাতালে। আসতে আসতে আরও ছড়িয়ে পরছে রামগড় চাতালের কথা।





