জাঁকজমকপূর্ণ খাবার আয়োজন ভীষণভাবে উপভোগ করল প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা। এছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও এদিন আমন্ত্রণ জানানো হয় স্কুলে। ফুল দিয়ে সাজানো হয় প্রধান প্রবেশদ্বার, চারদিক বেলুন, ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।
ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানেও অভিনবত্ব দেখা যায় দক্ষিণ ঝাঁপড়দহ মুসলিম পাড়া ইউপি স্কুলে। স্কুলে পাঠ্য বই পড়ার পাশাপাশি কম্পিউটার-সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বর্তমান সময়ে উপযোগী ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা আছে। জেলায় মডেল স্কুলের তালিকায় রয়েছে এই স্কুল। শিক্ষক শিক্ষিকার সঙ্গে গ্রামের মানুষ এবং অভিভাবকরা এই স্কুলকে উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। সরকারি বিদ্যালয়ে শিশুদের পঠন-পাঠনের আগ্রহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় সারা বছর। তাঁর অঙ্গ হিসাবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা নিজেদের আর্থিক সহযোগিতায় এই মিলন উৎসবের আয়োজন করেন।
advertisement
স্থানীয় মানুষ, অভিভাবকরা আপ্লুত এই উদ্যোগে। সাধারণ দিনের থেকে একটা আন্য দিন উপহার পেয়ে ছাত্রছাত্রীরাও ভীষণ আনন্দিত। জেলায় নজিরবিহীন ঘটনা ডোমজুড় চক্রের এই স্কুলে।
বিদ্যালয়ের সহ-শিক্ষক সুব্রত ঘোষ জানান, গ্রামের ছেলে মেয়েদের মধ্যে সরকারি এই বিদ্যালয়ে লেখাপড়ার আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসাবে এই মিলন উৎসব। এই মিলন উৎসবে শিক্ষক-শিক্ষিকারা সমস্ত দায়িত্ব গ্রহণ করেন।
রাকেশ মাইতি





