TRENDING:

Howrah News: প্রাথমিক স্কুলে 'মিলন উৎসব', অনুষ্ঠান বাড়ি ভাড়া করে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন

Last Updated:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলন উৎসবে এলাহী আয়োজন, বাঁধনহারা আনন্দে বুঁদ ছাত্র-ছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকা নিজে হাতে খাওয়ালো ছাত্র-ছাত্রীদের, একসঙ্গে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে খাবার খাওয়ার আনন্দ উপভোগ করল ছাত্র-ছাত্রীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলন উৎসবে এলাহী আয়োজন! বাঁধনহারা আনন্দে বুঁদ ছাত্র-ছাত্রীরা। শিক্ষক-শিক্ষিকা নিজে হাতে খাওয়াল ছাত্র-ছাত্রীদের, একসঙ্গে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে খাবার খাওয়ার আনন্দ উপভোগ করল ছাত্র-ছাত্রীরা। রকমারি খাবারের তালিকায় ছিল কফি পকোড়া, ফিশ ফিঙ্গার, কচুরি, চানা পনির, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাপড় আইসক্রিম মিষ্টি, হজমলা। বিয়েবাড়ির আয়োজনকেও হার মানাবে।  এটাই প্রথম নয়, গত দুই বছর এভাবেই অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ ঝাপড়দহ মুসলিমপাড়া ইউপি প্রাথমিক বিদ্যালয়ের মিলন উৎসব। বন্ধুদের সঙ্গে এক টেবিলে বসে খাবার আনন্দটাই আলাদা।
advertisement

জাঁকজমকপূর্ণ খাবার আয়োজন ভীষণভাবে উপভোগ করল প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা। এছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও এদিন আমন্ত্রণ জানানো হয় স্কুলে। ফুল দিয়ে সাজানো হয় প্রধান প্রবেশদ্বার, চারদিক বেলুন, ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।

ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানেও অভিনবত্ব দেখা যায় দক্ষিণ ঝাঁপড়দহ মুসলিম পাড়া ইউপি স্কুলে। স্কুলে পাঠ্য বই পড়ার পাশাপাশি কম্পিউটার-সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বর্তমান সময়ে উপযোগী ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা আছে। জেলায় মডেল স্কুলের তালিকায় রয়েছে এই স্কুল। শিক্ষক শিক্ষিকার সঙ্গে গ্রামের মানুষ এবং অভিভাবকরা এই স্কুলকে উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। সরকারি বিদ্যালয়ে শিশুদের পঠন-পাঠনের আগ্রহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় সারা বছর। তাঁর অঙ্গ হিসাবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা নিজেদের আর্থিক সহযোগিতায় এই মিলন উৎসবের আয়োজন করেন।

advertisement

স্থানীয় মানুষ, অভিভাবকরা আপ্লুত এই উদ্যোগে। সাধারণ দিনের থেকে একটা আন্য দিন উপহার পেয়ে ছাত্রছাত্রীরাও ভীষণ আনন্দিত। জেলায় নজিরবিহীন ঘটনা ডোমজুড় চক্রের এই স্কুলে।

View More

বিদ্যালয়ের সহ-শিক্ষক সুব্রত ঘোষ জানান, গ্রামের ছেলে মেয়েদের মধ্যে সরকারি এই বিদ্যালয়ে লেখাপড়ার আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসাবে এই মিলন উৎসব। এই মিলন উৎসবে শিক্ষক-শিক্ষিকারা সমস্ত দায়িত্ব গ্রহণ করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? বাউল সুরে মাতালেন কেষ্ট
আরও দেখুন

রাকেশ মাইতি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রাথমিক স্কুলে 'মিলন উৎসব', অনুষ্ঠান বাড়ি ভাড়া করে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল